বিশ্বকাপের হতাশা ভুলে পিএসজিকে সব শিরোপা জেতাতে চান এমবাপ্পে

খুব কাছে গিয়েও কাতার বিশ্বকাপের শিরোপা জেতা হয়নি কিলিয়ান এমবাপ্পের। ফাইনাল হারের হতাশা এখনো পুড়াচ্ছে তাকে। তবে হতাশা ভুলে ক্লাব ফুটবলে মনোযোগ দিতে চান তিনি। তাঁর ক্লাব পিএসজিকে জেতাতে চান মৌসুমের সম্ভাব্য সব শিরোপা।

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে পা দিয়েছিল ফ্রান্স। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে যায় ফরাসিরা। দুইবার পিছিয়ে পড়া ফ্রান্সকে হ্যাটট্রিক করে ম্যাচে ফিরিয়েছিলেন এমবাপ্পে। তবে শেষ পর্যন্ত ফরাসিদের বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসাতে পারেননি ২৪ বছরের এমবাপ্পে।

বিশ্বকাপ হতাশা ভুলে ক্লাব ফুটবলে নেমে পড়েছেন এমবাপ্পে। গতরা স্ট্রাসবার্গের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে পিএসজি। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন এমবাপ্পে নিজেই।

তবে বিশ্বকাপের হতাশা এখনো ভুলতে পারেননি এমবাপ্পে। ম্যাচ শেষে তিনি বলেছেন,’ব্যক্তিগতভাবে, আমি কখনও বিশ্বকাপ ফাইনালে হার ভুলতে পারব না। তবে জাতীয় দলের ব্যর্থতায় আমার ক্লাবের তো কোনো দায় নেই। আমি ইতিবাচক প্রাণশক্তি নিয়ে ফেরার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি দলকে উজ্জীবিত রাখতে। আশা করছি, এবারের মৌসুমে আমরা অপরাজিত থাকব। ওটা ছিল বিশ্বকাপ-সেখানে ক্লাবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ‘

লিগ শিরোপা ধরে রাখার মিশনে ১৪ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। শুধু লিগ নয়, পিএসজিকে এবার সব ট্রফি জেতাতে চান এই ফরাসি স্ট্রাইকার,’জাতীয় দলে যাই হোক না কেন, পিএসজি অন্য কিছু। আমি সব ট্রফি ঘরে ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ। ‘

LEAVE A REPLY