ম্যাককালামকে ছাড়িয়ে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি উইলিয়ামসনের

ছবি : ক্রিকইনফো

টেস্ট অধিনায়কত্ব ছেড়ে যেন একদম ঝাড়া হাত-পা হয়ে গেছেন কেন উইলিয়ামসন। যার ইতিবাচক প্রভাব পড়েছে তার পারফরম্যান্সে। পাকিস্তানের বিপক্ষে চলতি করাচি টেস্টে ক্যারিয়ারের পঞ্চম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন উইলিয়ামসন। ৩৯৫ বলে অপরাজিত ২০০* রানের ইনিংসের মাধ্যমে তিনি নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির মালিক হয়ে গেলেন।

সাদা পোশাকে কিউইদের হয়ে এত দিন সমান চারটি করে ডাবল সেঞ্চুরি নিয়ে যুগ্মভাবে শীর্ষে ছিলেন কেন উইলিয়ামসন আর ব্রেন্ডন ম্যাককালাম। পাকিস্তানের বিপক্ষে আজ ম্যাককালামকে ছাড়িয়ে গেলেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে ডাবল সেঞ্চুরি আছে স্টিভেন ফ্লেমিং ও রস টেইলরের। টেস্টে সর্বোচ্চ ১২টি ডাবল সেঞ্চুরি করেছেন কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান। দ্বিতীয় স্থানে থাকা কুমার সাঙ্গাকারা ১১টি আর ৯টি ডাবল সেঞ্চুরি নিয়ে তিন নম্বরে আছেন আরেক কিংবদন্তি ব্রায়ান চার্লস লারা।

উল্লেখ্য, আজ ১১৬ রানেই আউট হতে পারতেন উইলিয়ামস। জীবন পেয়ে সেটা দারুণভাবে কাজে লাগালেন।  শেষ ব্যাটসম্যান আজাজ প্যাটেলকে নিয়ে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যান টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার। তার ইনিংসটি ছিল ১ ছক্কা ও ২১ চারে সাজানো। উইলিয়ামসন ডাবল সেঞ্চুরি পূরণ করতেই ৯ উইকেটে ৬১২ রানে ইনিংস ঘোষণা করেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৭৭ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে পাকিস্তান। তারা এখনো ৯৭ রান পিছিয়ে।

LEAVE A REPLY