হাথুরাসিংহে আসছেন? কী বলছে বিসিবি?

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে রাসেল ডমিঙ্গো পদত্যাগ করার পরই ফের আলোচনায় চলে এসেছেন চন্দিকা হাথুরাসিংহে। গত বছরও বাংলাদেশের সাবেক এই কোচকে নিয়ে ব্যাপক জল্পনা হয়েছিল। বিসিবির বিভিন্ন সূত্র এবারও বলছে, শ্রীলঙ্কান এই কোচকে আবারও ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। হাথুরাকে দেওয়া হবে টেস্ট আর ওয়ানডের দায়িত্ব; টি-টোয়েন্টি সামলাবেন শ্রীধরন শ্রীরাম―এমনই গুঞ্জন এখন দেশের ক্রিকেটাঙ্গনে।

বিষয়টি নিয়ে আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তবে তিনি কারো নাম উল্লেখ করতে রাজি হননি, ‘আসলে হেড কোচ নিয়োগ কিন্তু এ রকম করে হয় না যে আমি এখনই সঠিক বলে দিতে পারব। আমাদের একজন গতকালই পদত্যাগ করেছে। এ পজিশনটা যেহেতু খালি হয়েছে আমরা এ ব্যাপারে কাজ করব। যখন বিষয়টা পুরোপুরি নিশ্চিত হবে ও ডকুমেন্টেড হবে তখনই হয়তো আমরা বলতে পারব। ’

তিনি আরো বলেন, ‘এর আগে কোনো নাম আমাদের দিক থেকে বলা ঠিক হবে না। যাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে বা হবে তাদের জন্যও বিষয়টা বিব্রতকর হবে। আমরা চাইব বিষয়টা আপনারা এভাবেই দেখেন। যেহেতু জাতীয় দলের হেড কোচ দরকার, যত তাড়াতাড়ি সম্ভব আনার ব্যাপারে কাজ করব। ইংল্যান্ড বাংলাদেশ সফর করবে। এখানে একটু সুবিধা আছে, সময় পাচ্ছি মাঝে বিপিএলের সময়। চেষ্টা থাকবে ইংল্যান্ড সফরের আগে নির্ভরযোগ্য কাউকে জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ত করতে পারি কি না। ’

LEAVE A REPLY