নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জাতিসংঘের

কাবুলের রাস্তায় আফগান নারীরা। ছবি: এএফপি

আফগানিস্তানে নারী ও মেয়েদের লক্ষ্য করে তালেবান সরকারের নীতির নিন্দা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গত সপ্তাহে তালেবান নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া এবং বেসরকারি সংস্থায় (এনজিও) কাজ করা নিষিদ্ধ করেছে।

তালেবানের ওই ঘোষণার পরিপ্রেক্ষিতে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ জানিয়েছে, নারীশিক্ষার ওপর ক্রমবর্ধমান নিষেধাজ্ঞা গভীরভাবে উদ্বেগজনক। এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, সর্বশেষ নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করতে হবে।

নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে আফগানিস্তানে নারী ও মেয়েদের পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। স্কুলগুলো আবার চালু করা এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার ক্রমবর্ধমান ক্ষয় রোধে বিতর্কিত এসব নীতি দ্রুত প্রত্যাহারের আহ্বান জানায় নিরাপত্তা পরিষদ। বিবৃতিতে আরো বলা হয়, নারী মানবাধিকার কর্মীদের ওপর নিষেধাজ্ঞা জাতিসংঘসহ আফগানিস্তানের মানবাধিকার কার্যক্রমে উল্লেখযোগ্য ও তাত্ক্ষণিক প্রভাব ফেলবে। সর্বশেষ নিষেধাজ্ঞাগুলোকে ‘অযৌক্তিক মানবাধিকার লঙ্ঘন’ বলে মন্তব্য করেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস।

তিনি টুইটারে লেখেন, ‘নারীদের বাদ দেওয়া এবং নীরব করার পদক্ষেপগুলো আফগান জনগণের জন্য অপরিসীম দুর্ভোগ এবং পিছিয়ে পড়ার কারণ হতে চলেছে। ’

তালেবান সরকার নারীদের কাজ করা নিষিদ্ধ করার পর অন্তত পাঁচটি শীর্ষ এনজিও আফগানিস্তানে নিজেদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। কেয়ার ইন্টারন্যাশনাল, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) ও সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, নারী কর্মীদের ছাড়া তারা নিজেদের কাজ চালিয়ে যেতে পারবে না। আন্তর্জাতিক রেসকিউ কমিটিও নিজেদের কার্যক্রম স্থগিত করেছে। ইসলামিক রিলিফ জানিয়েছে, তারা বেশির ভাগ কার্যক্রম বন্ধ করে দিচ্ছে।

গত সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুলে নারীশিক্ষার ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে অংশ নেওয়া পাঁচ নারীকে গ্রেপ্তার করেছে তালেবান। তিন সাংবাদিককেও গ্রেপ্তার করা হয়।

গত বছর দেশটির ক্ষমতায় ফেরার পর তালেবান প্রতিশ্রুতি দিয়েছিল যে সর্বশেষ শাসনামল থেকে এবার নমনীয় হবে তাদের নীতি। প্রতিশ্রুতির পরও ক্রমাগতভাবে তারা নারীদের অধিকার সীমিত করেছে।

এনজিওর কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি বেশির ভাগ প্রদেশে মেয়েদের জন্য মাধ্যমিক বিদ্যালয়গুলোও বন্ধ রাখা হয়েছে। বিনোদন পার্ক, ব্যায়ামাগারের মতো জনসমাগমস্থলে নারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সূত্র : বিবিসি

LEAVE A REPLY