সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট ‘গুরুতর অসুস্থ’

খ্রিস্টানদের সাবেক ধর্মগুরু পোপ বেনেডিক্ট ‘গুরুতর অসুস্থ’। স্থানীয় সময় বুধবার বর্তমান পোপ ফ্রান্সিস এই খবর জানিয়েছেন। বর্তমানে তাঁর বয়স ৯৫ বছর।

তিনি বলেন, ‘আমি আপনাদের সবাইকে পোপ ইমেরিটাস বেনেডিক্টের জন্য একটি বিশেষ প্রার্থনার অনুরোধ করতে চাই।

যিনি চার্যকে নীরবে টিকিয়ে রেখেছেন। তিনি খুব অসুস্থ। ’ ফ্রান্সিস গতকাল বুধবার ভ্যাটিকানে তার দর্শকদের এ কথা বলেছিলেন।

ভ্যাটিকানের একজন মুখপাত্র পরে নিশ্চিত করে বলেন, ‘বার্ধক্যজনিত কারণে গত কয়েক ঘণ্টায় বেনেডিক্টের অবস্থার অবনতি হয়েছে। ’ তিনি আরো জানান, ‘এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ডাক্তাররা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। ’

 গত ছয় শ বছরের মধ্যে একমাত্র ষোড়শ পোপ বেনেডিক্টই পদত্যাগ করেছিলেন। তার পদত্যাগের পর ২০১৩ সালে পোপ হন ফ্রান্সিস।  

সূত্র : সিএনএন

LEAVE A REPLY