২০২২ সালে সর্বাধিক আয় করা ১০টি ভারতীয় চলচ্চিত্র

আরআরআর, বিক্রম ও কেজিএফ ২অ-অ+

কেমন কাটলো ভারতীয় সিনেমার ২০২২ সাল? একদিকে করোনা মহামারির পরে নতুন করে প্রেক্ষাগৃহে ফিরতে শুরু করেছে দর্শকরা, অপরদিকে বিভিন্ন ইস্যুতে বয়কটের ডাকে টালটামাল বলিউড। এদিকে দক্ষিণের সিনেমার নব জাগরণ। বিশ্বজুড়ে জয়জয়কার। ভারতের ছোটখাটো ইন্ডাস্ট্রিগুলোর উত্থান।

আমির, অক্ষয়, সালমান খানরা যেমন হতাশ করেছেন দর্শকদের, তেমনি রামচরণ, এনটিআর, আল্লু অর্জুনরা বিশ্বব্যাপী দাঁপিয়ে বেড়াচ্ছেন। সব মিলিয়ে ভালো মন্দ মিলিয়েই একটি বছর কাটিয়েছে ভারতের চলচ্চিত্র অঙ্গন। বছরজুড়ে যেমন ব্যবসাসফল দারুণ কিছু সিনেমা উপহার দিয়েছে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিগুলো, তেমনি অনেক প্রত্যাশিত চলচ্চিত্র মুখ থুবড়েও পড়েছে বক্স অফিসে।  

চলুন দেখে নেওয়া যাক বছরের সবচেয়ে ব্যবসাসফল ভারতীয় সিনেমাগুলো। শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে বক্স অফিসে দাপটের সাথে ব্যবসা করেছে, এমন ১০ টি চলচ্চিত্র নিয়েই আজকের আয়োজন। এই সিনেমাগুলো বক্স অফিস আয়ের ভিত্তিতে ২০২২ সালে সর্বাধিক আয় করা ভারতীয় চলচ্চিত্র।

kalerkantho

বিস্ট : তালিকায় দশম স্থানে রয়েছে দক্ষিণের তুমুল জনপ্রিয় সুপারস্টার বিজয়ের ‘বিস্ট’। নেলসন দীলিপকুমার পরিচালিত ও বিজয় অভিনীত সিনেমাটি ভারত ও বিশ্বব্যাপী বক্স অফিসে মোট ২৩৭ কোটি রুপি আয় করেছে। এতে বিজয় একজন ‘র’ এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন।  

kalerkantho

ভুল ভুলাইয়া ২ : তালিকার নবম স্থানে রয়েছে ‘ভুল ভুলাইয়া ২’। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমার অভিনীত ‘ভুল ভুলাইয়া’ সিনেমাটির দ্বিতীয় কিস্তি এটি। কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি অভিনীত সিনেমাটি ২৬৭ কোটি রুপির মতো আয় করেছে। আনিস বাজমি পরিচালিত সিনেমাটি হরর কমেডি সিনেমাটি বলিউড বিমুখ দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে বেশ বড় ভূমিকা রেখেছে।

kalerkantho

দৃশ্যম ২ : অভিষেক পাঠক পরিচালিত ও অজয় দেবগন, টাবু অভিনীতি ‘দৃশ্যম ২’ এ বছর বলিউডের অন্যতম সফল একটি চলচ্চিত্র। মোহনলালের মালায়লাম ‘দৃশ্যম ২’ এর অফিসিয়াল রিমেক এটি। এর আগে ২০১৫ সালে অজয় দেবগন মালায়লাম ‘দৃশ্যম’ রিমেক করেন। সিনেমাটি সুপারহিট হয়। এবার মালায়লাম ‘দৃশ্যম ২’ মুক্তির পর হিন্দিতেও সেটির রিমেক করেন অজয়।  বক্স অফিসে সিনেমাটি প্রায় ৩৩৭ কোটি রুপি আয় করে নিয়েছে। বলিউডের ব্যর্থতার বছরে ‘দৃশ্যম ২’ ছিল সর্বশেষ ব্যবসাসফল চলচ্চিত্র।

kalerkantho

দ্য কাশ্মীর ফাইলস : বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ও অনুমপ খেড়, মিঠুন চক্রবর্তী অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি ছিল ২০২২ সালে বলিউডের জন্য দারুণ একটি চমক ছিল! মাত্র ২৫ কোটি বাজেটের সিনেমাটি বিশ্বজুড়ে ৩৩৮ কোটি রুপি আয় করে নেয়। সিনেমাটি এর চিত্রনাট্যের কারণে বেশ সমালোচিতও হয়েছে। তবে বলিউডের খরা কাটাতে দারুণ একটি কামব্যাক ছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’।

kalerkantho

কানতারা : কন্নড় ইন্ডাস্ট্রির চলচ্চিত্র ‘কানতারা’ এ বছর গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। দুর্দান্ত নির্মাণশৈলী ও সাবলীল অভিনয়ের জন্য সিনেমাটি দর্শক থেকে সমালোচক, সকলের মন জয় করে নেয়। বক্স অফিসেও রীতিমতো ঝড় তুলেছিল সিনেমাটি। কন্নড় অভিনেতা ঋষভ শেঠি সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন। মুল চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। ‘কানতারা’ বিশ্বব্যাপী মোট ৪০০ কোটির উপরে আয় করে নিয়েছে।

kalerkantho

ব্রহ্মাস্ত্র: বলিউডের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ‘ব্রহ্মাস্ত্র’ এ বছর মুক্তি পেয়েছে। দুর্দান্ত ভিজ্যুয়াল ইফেক্ট আর নামিদামি তারকাদের উপস্থিতির কারণেই সিনেমাটি মুক্তির পরপরই বক্স অফিসে নিজেরে শক্তি প্রদর্শন করে। তবে বাজেট অনুযায়ী সেভাবে আয় করতে না পারলেও বক্স অফিসে হিট তকমা তুলে নেয় এটি। বিশ্বব্যাপী প্রায় ৪৩০ কোটি রুপি তুলে নিয়েছে সিনেমাটি। তিন পর্বের সিনেমাটির পরের দুটি পর্ব আসবে আগামীতে। এতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, নাগার্জুনা সহ অনেকে।

kalerkantho

বিক্রম : দক্ষিণের সর্বাধিক জনপ্রিয় সুপারস্টার কমল হাসানের প্রত্যাবর্তন চলচ্চিত্র ‘বিক্রম’ নিয়ে ভক্তদের আগ্রহের সীমা ছিল না। সেই আগ্রহের ছাপ দেখা গেছে বক্স অফিসেও। ১৭৫ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় ৪৪৬ কোটি রুপি তুলে নিয়েছে। আগামী বছর এর দ্বিতীয় পর্ব আনার পরিকল্পনা করেছেন নির্মাতারা।

kalerkantho

পোন্নিয়ান সেলভান : গুণী পরিচালক মনি রত্নমের মহাকাব্যিক ড্রামা ‘পোন্নিয়ান সেলভান’ আয়ের দিক থেকে পেছনে ফেলে দিয়েছে অন্য সকলকে। দক্ষিণের জনপ্রিয় তারকা বিক্রম, রবি জয়ম, কার্থি, তিশা ও বলিউড কুইন ঐশ্বরিয়া অভিনীত সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় ৫০০ কোটি রুপি আয় করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। এ বছর সিনেমাটির দ্বিতীয় পর্ব আসতে যাচ্ছে।

kalerkantho

আরআরআর : তালিকার নবম স্থানে রয়েছে রাজামৌলির আরআরআর।  এস এস রাজামৌলি মানেই রেকর্ড গড়া ও ভাঙার এক গল্প। ‘বাহুবলি’ দিয়ে গোটা বিশ্ব কাঁপিয়ে দিয়ে নিজের জাত চিনিয়েছিলেন এই পরিচালক। সেই ধারা অব্যাহত রাখলেন ‘আরআরআর’ সিনেমাতেও। রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত সিনেমাটি বিশ্বজুড়ে বক্স অফিসে রীতিমতো তান্ডব করেছে। ১১৬৯ কোটি রুপি আয় করে সিনেমাটি ভারতের সিনেমার ইতিহাসে অন্যতম এক মাইলফলক তৈরি করেছে। এছাড়াও বিশ্বের সকল মর্যাদাপূর্ণ পুরস্কারে মনোনয়নের দৌড়ে নিজের আধিপত্য দেখিয়েছে সিনেমাটি।

kalerkantho

কেজিএফ ২ : প্রত্যাশা ছিল আকাশ সমান। দর্শকদের তেমনটাই উপহার দিয়েছেন নির্মাতারা। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেজিএফ’ এর সিক্যুয়েল ‘কেজিএফ ২’ মুক্তির পরপরই অবিশ্বাস্য আলোড়ন তৈরি করে। থমকে থাকা ভারতীয় বক্স অফিসকে একাই টেনে তুলেছে ‘কেজিএফ ২। ’ যশ অভিনীত কন্নড় ইন্ডাস্ট্রির সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ১২৩৫ কোটি রুপি। সিনেমাটির বাজেট ছিল মাত্র ১০০ কোটি রুপি। এতে আরো অভিনয় করেছেন শ্রীনিতা নিধি, রাভিনা ট্যান্ডন ও সঞ্জয় দত্ত। সিনেমাটির তৃতীয় কিস্তি আনার ঘোষণাও দিয়েছেন নির্মাতারা। বক্স অফিস তালিকার ভারতীয় সিনেমার শীর্ষস্থান দখল করে রেখেছে ‘কেজিএফ ২। ’

সূত্র : বক্স অফিস ইন্ডিয়া, বলি মুভি রিভিউজ, স্যাকনিল্ক, বলিউড হাঙ্গামা

LEAVE A REPLY