ছবি: এএফপি
লিওনেল মেসি ও নেইমারের অভাবটা মাঠেই টের পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দুই তারকা সতীর্থ ছাড়া খেলতে নেমে ভালো করতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। ফলে মাঠ থেকে ৩-১ গোলের হার মানতে বাধ্য হয়েছে ক্লাবটি।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা মেসি ছুটিতে রয়েছেন। আগের ম্যাচে দুটি হলুদ কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলিয়ান তারকা নেইমার। সবমিলিয়ে পিএসজি মাঠে জিতার মতো শক্তি দেখাতে পারেনি। ফলে মৌসুমে প্রথম হারের তিক্ত স্বাদ পেলো দলটি।
ম্যাচের ৫ মিনিটের মাথায়ই গোল খেয়ে পিছিয়ে পড়ে পিএসজি। শেমেসোয়াফ ফ্রাঙ্কোভস্কি চমৎকার গোলে এগিয়ে দেন লঁসকে। তিন মিনিট পরই অবশ্য সমতা ফেরান হুগো একিতিকে। তবে ২৮ মিনিটে স্বাগতিকদের ফের এগিয়ে নেন লুইস ওপেন্দা। ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লঁস।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান ক্লদ-মরিস। ৪৭ মিনিটে ৩-১ করেন তিনি। দুই গোলে পিছিয়ে পড়া পিএসজি এরপর অনেক চেষ্টা করেছে লড়াইয়ে ফিরতে। একের পর এক আক্রমণও করেছে।
কিন্তু লঁসের রক্ষণদুর্গ ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ক্রিস্টোফে গাল্টিয়েরের দলকে। মৌসুমে প্রথম হারের পরও অবশ্য শীর্ষেই আছে পিএসজি। ১৭ ম্যাাচে তাদের পয়েন্ট ৪৪। সমান ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে লঁসের পয়েন্ট ৪০। ৩৩ পয়েন্ট নিয়ে তিনে মার্শেই।