অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে একটি পর্যটনকেন্দ্রের কাছে আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
সেখানকার পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। স্থানীয় সময় সোমবার মাঝ আকাশে এই সংঘর্ষ হয়।
দেশটির সংবাদমাধ্যম এবিসির প্রকাশিত ছবিতে দেখা যায়, সমুদ্রতীরে একটি হেলিকপ্টারের কিছু অংশ পড়ে রয়েছে। এ ছাড়া জনপ্রিয় সি ওয়ার্ল্ড মেরিন থিম পার্কের কাছে একটি উলটে যাওয়া হেলিকপ্টার দেখা যায়।
কুইন্সল্যান্ড পুলিশের কর্মকর্তা গ্যারি ওয়ারেল ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হেলিকপ্টার দুটি সংঘর্ষের পর সি ওয়ার্ল্ড রিসোর্টের বাইরে সমুদ্রতীরে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। এতে চার আরোহী নিহত হয়েছেন। আর আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।’
এদিকে সংঘর্ষের ঘটনার তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো। এই দুর্ঘটনাকে ‘মাঝ আকাশের সংঘর্ষ’ হিসাবে বর্ণনা করেছে সংস্থাটি।
এক বিবৃতিতে ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো জানায়, তদন্তকারীরা ধ্বংসাবশেষ পরীক্ষা করতে এবং দুর্ঘটনার কারণ জানতে উপাদান সংগ্রহের জন্য শিগগিরই ঘটনাস্থল যাবেন বলে আশা করা হচ্ছে।