সর্বকালের সেরার তালিকায় নেই সেলিন ডিওন, ভক্তদের ক্ষোভ

সেলিন ডিওন

প্রকাশিত হলো রোলিং স্টোনের সর্বকালের সেরা ২০০ সঙ্গীতশিল্পীর তালিকা। বিশ্বজুড়ে সমাদৃত জীবিত ও প্রয়াত সঙ্গীতশিল্পীদের এই মুল্যবান তালিকায় বব ডিলান, জন লেনন, ফ্রেডি মার্কারি সহ হালের সেনসেশন অ্যাডেল, লেডি গাগা, রিহানা, বিয়ন্সের মতো তারাকারা জায়গা পেলেও জায়গা পাননি বিশ্বের অন্যতম জনপ্রিয় সঙ্গীত তারকা সেলিন ডিওন।

kalerkantho

নববর্ষের দিনে প্রকাশিত এই তালিকায় রয়েছেন অ্যারেথা ফ্র্যাঙ্কলিন থেকে শুরু করে রোসালিয়া, লতা মঙ্গেশকর এবং অন্যান্য গুণী শিল্পীরা, যারা অসাধারণ গানের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তবে সিলন ডিওনের মতো শতাব্দীর অন্যতম জনপ্রিয় গায়িকা তালিকায় স্থান না পাওয়ায় ডিওন ভক্তরা বেশ অবাক হয়েছেন! ক্ষোভ জানাচ্ছেন সকলেই।

অনেকেই তালিকাটি বাতিল করে পুনরায় নতুন তালিকা প্রকাশ করার আহ্বানও জানাচ্ছেন।

প্রযোজক, প্রচারক এবং রেকর্ডিং শিল্পী জেমি ল্যামবার্ট টুইট করে লিখেছেন, “সর্বকালের সেরা ভোকাল টেকনিশিয়ান সেলিন ডিওনকে অন্তর্ভুক্ত না করে এই তালিকা বিশ্বাসঘাতকতা করেছে। এটি দুঃখজনক!”

ডিওন ওয়ারউইক, ডায়ানা রস এবং স্টিংয়ের মতো সঙ্গীত তারকাদেরও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি, এমন অভিযোগও রয়েছে অনেকের।

kalerkantho

এদিকে ডিওন ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা প্রকাশ করে টুইট করছেন। অনেকের মতে এই তালিকাটি বিতর্কিত। এটি পুনরায় করা উচিত। অনেকে মনে করেন, সেলিন ডিওনের মতো গায়িকাকে সর্বকালের সেরার তালিকায় না রাখাটা এক ধরনের ধৃষ্টতা। কারো করো মতে, সেলিন ডিওন অনেকের ব্যক্তিগত পছন্দ নাও হতে পারে, তবে সর্বকালের সেরার তালিকায় তার থাকা উচিত।  

‘টাইটানিক’ সিনেমার বিখ্যাত গান ‘মাই হার্ট উইল গো অন’-এর জন্য সেরা গায়িকা হিসেবে অস্কার প্রাপ্ত সেলিন ডিওন সম্প্রতি স্নায়বিক ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণে বেশ কয়েকটি ইউরোপ সফর স্থগিত করছেন। ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছেন যে খুব বিরল একটি স্নায়বিক ব্যাধিতে আক্রান্ত তিনি। এই শারীরিক সমস্যাটি তার কণ্ঠে প্রভাব ফেলছে। তাই তিনি গানের শোগুলো আপাতত স্থগিত করেছেন।

সূত্র : সিএনএন নিউজ

LEAVE A REPLY