সৌদি ক্লাবে গিয়েও চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারেন রোনালদো!

এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়তে চেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর ফলেই ক্লাবের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে যায়। বিশ্বকাপের আগে সেই বিস্ফোরক সাক্ষাতকারের মাধ্যমে যার ইতি ঘটে। এরপর ইউরোপ ছেড়ে এশিয়ায় পাড়ি জমিয়েছেন রোনালদো।

কিন্তু এখনও তার চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা আছে!

সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছেন রোনালদো। কিন্তু এশিয়ার ক্লাবের হয়ে কীভাবে ইউরোপের লিগে খেলবেন সিআর সেভেন? অবিশ্বাস্য লাগলেও এমন সুযোগ আছে। সেইসঙ্গে আছে ‘যদি’ এবং ‘কিন্তু’। আসলে ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল যদি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়, তাহলে রোনালদোও পারবেন। আল নাসেরের সঙ্গে চুক্তিতে  এমনই একটা শর্ত তিনি দিয়ে রেখেছেন। কিন্তু কীভাবে?

আল নাসের এবং নিউক্যাসল- উভয় দলের মালিকানাই সৌদি আরাবিয়ান পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের। এই সুযোগেই রোনালদো তার চুক্তিতে এমন একটা শর্ত দিয়েছেন যে, নিউক্যাসল আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেলে তাকে ধারে ইংলিশ ক্লাবটিতে পাঠাতে হবে। এই মুহূর্তে ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে নিউক্যাসল।  ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ চার দল পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাবে।

LEAVE A REPLY