বলিউড অভিনেতা হৃতিক রোশানের নতুন বছরটা জিমেই শুরু হলো। নতুন বছরের শুরুর দিনেই হৃতিক জিম থেকে তাক লাগানো এইট প্যাক আবসের ছবি শেয়ার করে ইঙ্গিত দিলেন ‘ফাইটার’-এ তাকে কেমন পাওয়া যাবে।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এইট প্যাক আবসের তিনটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ঠিক আছে। চলো এগোই। ২০২৩।’ ছবিতে পরনে কালো ট্রাউজার প্যান্ট, জ্যাকেট, টুপি। ‘ফাইটার’র শুটিং নিয়ে আপাতত ব্যস্ত হৃতিক। এই ছবির মাধ্যমে প্রথমবার পর্দায় জুটি হচ্ছেন হৃতিক-দীপিকা! পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই সিনেমায় ভারতীয় একজন বিমানসেনার চরিত্রে দেখা যাবে হৃতিককে।এসএম