ছবি: সংগৃহীত
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মালিকানাধীন প্রতিষ্ঠান সাকিব-৭৫ রেস্টুরেন্টের জব্দকৃত ব্যাংক হিসাব সচল করতে চিঠি দেয়া হয়েছে। বকেয়া টাকা ও প্রযোজ্য সুদ পরিশোধ করায় এই চিঠি দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) রাজধানীর মিরপুর-১ নম্বরের রবিউল প্লাজায় সাকিব-৭৫ রেস্টুরেন্টের সব ব্যাংক হিসাব সচল করতে ব্যাংকগুলোকে চিঠি দেয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের মিরপুর বিভাগীয় কর্মকর্তার কার্যালয়।
এই রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয় দলের আরেক ক্রিকেটার ইমরুল কায়েসেরও বিনিয়োগ আছে। রেস্তোরাঁটির আরেকটি শাখা ধানমন্ডিতে অবস্থিত।
গত রবিবার (১ জানুয়ারি) সোনালী ব্যাংকের বনানী শাখায় ভ্যাটের দুটি ট্রেজারি চালানের মাধ্যমে বকেয়া ৩ লাখ ৯২ হাজার ৮৮৮ টাকা এবং এর ওপর দুই শতাংশ হারে সুদের টাকা পরিশোধ করেছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। ফলে ব্যাংক হিসাবগুলো ফিরে পেতে যাচ্ছে তারা।
প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের মিরপুর বিভাগীয় কর্মকর্তা বিভিন্ন ব্যাংকে চিঠি দিয়ে সাকিব-৭৫ রেস্টুরেন্টের সব ব্যাংক হিসাব জব্দের আহ্বান জানায়।
ডি- এইচএ