মাত্র ১৫ বছরেই বাড়ি কিনল এই শিশু অভিনেত্রী!

মাত্র ১৫ বছর বয়সেই মুম্বাইয়ে নিজের বাড়ি কিনে ফেলেছে ভারতীয় এক শিশু অভিনেত্রী। তার নাম রুহানিকা ধাওয়ান। 

ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে এ সুখবর দিয়েছে অভিনেত্রী নিজেই। বাড়ি কিনে নিজের স্বপ্নপূরণ করেছে বলে জানিয়েছে সে। বাবা-মাকেও ধন্যবাদ জানিয়েছে রুহানিকা।

২০০৭ সালে মুম্বাইয়ে জন্ম রুহানিকার। ৫ বছর বয়স থেকেই টেলিভিশনের পর্দায় অভিনয় শুরু করে সে। গত বছর সেপ্টেম্বরে ১৫ বছর বয়সে পা দিয়েছে সে। 

তবে মুম্বাইয়ে বাড়ি কেনা সম্ভব হয়েছে রুহানিকার মায়ের জন্য। অভিনেত্রী জানিয়েছে, তার মা যেন জাদু জানে। তার মা যখনই টাকা জমাতে শুরু করে, তখনই সেই টাকার পরিমাণ বেড়ে যেন দ্বিগুণ হয়ে যায়। বাবা-মা সব সময় তার পাশে রয়েছে বলেই সে তার স্বপ্নপূরণ করতে পেরেছে।

ইনস্টাগ্রামে বেশ সক্রিয় রুহানিকা। ইতোমধ্যেই ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা ১৯ লাখের গণ্ডি পার হয়েছে। 

সূত্র: আনন্দবাজার।

LEAVE A REPLY