অভিনেতা কিশোর
দক্ষিণের জনপ্রিয় অভিনেতা কিশোরের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করে হয়েছে। টুইটারের নিয়ম লঙ্ঘনের কারণে তার অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।,
যদিও এটি এখনও স্পষ্ট নয় যে ঠিক কি কারণে তার অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে তবে ভক্তরা এর কারণ জানতে চেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিষয়টি নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে ট্যাগ করে কিশোরের অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে বলছেন।,
,
কিশোরের টুইটার অ্যাকাউন্টটি স্থগিত করার পর থেকেই তার ভক্ত অনুরাগীরা বেশ ক্ষোভ প্রকাশ করছেন। কেন তার অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে, তা জানতে কিশোরের ভক্তরা প্রশ্ন তুলছেন। কেউ কেউ তাকে টুইটারে ফিরিয়ে আনার দাবি করছেন। অনেকে ইলন মাস্ককে ট্যাগ করে টুইট করেছেন। ইলন মাস্ককে উদ্দেশ্য করে একটি টুইটে লেখা হয়েছে, “প্রিয় ইলন মাস্ক, কেন অভিনেতা কিশোরের এর অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে? অনুগ্রহ করে এটি পুনরায় একটিভ করুন।” অপর এক ব্যক্তি ইলন মাস্ককে ট্যাগ করে লিখেছেন, “এসব কি? স্বাধীনভাবে কথা বললে এবং কর্তৃপক্ষকে প্রশ্ন করলে অ্যাকাউন্ট স্থগিত করতে হবে!” অপর একজন টুইট করেছেন, “অভিনেতা কিশোরের অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে কেন? এটি টুইটারের সম্পূর্ণ কাপুরুষতা। কিশোর কর্ণাটকের কৃষকদের কণ্ঠস্বর। সরকারকে প্রশ্ন করলে কেউ সাসপেন্ড হয়? এটি লজ্জাজনক।”
প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইস্যুতে আওয়াজ তোলেন অভিনেতা কিশোর। কৃষকদের পক্ষে সরকারের বিভিন্ন কর্মকান্ডেও প্রতিবাদ করেছেন তিনি। এর আগেও টুইটারে তার অভিনীত চলচ্চিত্র ‘কানতারা’র প্রসঙ্গে ধর্ম নিয়ে বেশ কড়া মন্তব্য করে বসেন অভিনেতা। নিজের মতামত প্রকাশ করার ক্ষেত্রে বরাবরই সাহসীকতার পরিচয় দেন অভিনেতা।,
এ বছর ভারতের ব্যবসাসফল দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন কিশোর। কিশোর অভিনীত মণিরত্নমের ‘পোন্নিয়ান সেলভান’ ও ঋষভ শেঠির ‘কানতারা’, দুটি সিনেমাই ভারতের বক্স অফিসে রাজত্ব করেছে। সামনে বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে কিশোরের।,