মা-বোন তুলে গালিগালাজ পর্যন্ত শুনেছি : নীনা গুপ্তা

নীনা গুপ্তা

নীনা গুপ্তা বলিউডের সবচেয়ে পরিশ্রমী অভিনেত্রীদের একজন। প্রবীণ অভিনেত্রী ১৯৮০ এর দশক থেকে চলচ্চিত্রের সাথে জড়িয়ে আছেন। সমসাময়িক তারকাদের মতো সুযোগ না পেলেও দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। জীবনে শত চরাই উৎরাই পার করলেও অভিনয় ছাড়েননি। আজ তিনি হিন্দি ইন্ডাস্ট্রির ব্যস্ততম একজন অভিনেত্রী। বলিউডে এখন ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী নীনা গুপ্তা। সম্প্রতি তাঁর সিনেমা ‘উচাই’ মুক্তি পেয়েছে। ‘গুডবাই’-এর পর এই বছরে এটি তাঁর দ্বিতীয় চলচ্চিত্র। দুটিই অমিতাভ বচ্চনের সঙ্গে। ,

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী তার পুরনো দিনের কিছু কস্টের কথা শেয়ার করেন। কিভাবে একজন পরিচালক তাকে গালিগালাজ করেছেন, সেই স্মৃতি স্মরণ করেন অভিনেত্রী।,

,

বলিউড বাবলের সাথে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী শেয়ার করেছেন যে, ‘৮০ এর দশকে কাজ কঠোর ছিল। তখন অনেক কিছুই সহ্য করতে হতো।’ যখন অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় যে তিনি এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কি না, অভিনেত্রী একজন পরিচালকের উদাহরণ দেন। কিভাবে একজন পরিচালক তাকে সবার সামনে গালিগালাজ করেছিলেন, সে সম্পর্কে জানান তিনি। নীনা বলেন, “আমি একটি চলচ্চিত্র করছিলাম এবং এতে আমার খুব ছোট একটি ভূমিকা ছিল। আমি একটি দৃশ্যে মাত্র ২-৩ টি সংলাপ বলেছি। আমার আরো সংলাপ ছিল কিন্তু শুটিংয়ের দিন সেসব সংলাপও বাদ পড়ে যায়। আমার চরিত্রটাকেই এক প্রকার বাদ দিয়ে দেওয়া হয়। এ বিষয়ে পরিচালকের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু লাভ হয়নি। বরং চরম অপমানের স্বীকার হতে হয়েছে আমাকে।”

নীনা বলেন, “যখন আমি এ বিষয়ে কথা বলতে যাই, সবার সামনে উনি আমায় মা-বোন তুলে গালিগালাজ করেন। জুহি চাওলা, বিনোদ খান্নার মতো তারকারাও সেখানে ছিল। আমি সকলের সামনে কাঁদতে শুরু করেছিলাম। এই অপমানটা সহ্য করার মতো ছিল না। আমি এখনো স্মরণ করি সেইসব দিনগুলো। কষ্ট পাই। তবে আমি কাটিয়ে উঠতে পেরেছি এসব।”,

অভিনেত্রী আরো বলেন, “এই ধরণের কাজের সংস্কৃতি কখনো টিকে থাকে না। এখন এসব নেই। এমনটি আজ ঘটবে বা হতে পারে, আমি সেটা মনে করি না। আমিও আর আগের অবস্থানে নেই। এখন কেউ আমাকে মা-বোন তুলে গালি দেবে না।”,

সম্প্রতি মুক্তি পেয়েছে নীনা গুপ্তার চলচ্চিত্র ‘বধ’। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন জশপাল সিং সাধু ও রাজিব বার্নওয়াল। এতে আরো অভিনয় করেছেন সঞ্জয় মিশরা। বক্স অফিসে ব্যর্থ হলেও দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।,

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

LEAVE A REPLY