ছবি : সংগৃহীত
অবশেষে তুরস্কের দাবি মানলো যুক্তরাষ্ট্র। মার্কিন কুটনীতিকেরা এবং সরকার এখন থেকে তুরস্ককে তুর্কিয়ে বলেই সম্বোধন করবেন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।
বিবৃতিতে বলা হয়, ন্যাটোর এই সদস্য দেশকে তারা তুর্কিয়ে বলেই ডাকবে।
কয়েক মাস আগেই সব দেশকে তুরস্ককের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগান অনুরোধ করেছিলেন, তারা যেন তুরস্ককে তার্কি না বলে, তুর্কিয়ে বলে। তার্কি হলো উত্তর অ্যামেরিকার একটি পাখির নাম। তাই তারা নামে বদল এনেছেন। জানুয়ারিতে তুর্কিয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যামেরিকা সফর করবেন। তার আগে নাম পরিবর্তন মেনে নিল যুক্তরাষ্ট্রে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানান, তুর্কিয়ের দূতাবাস থেকে আগেই এই পরিবর্তন মেনে নেয়ার অনুরোধ করেছিল। তাদের সেই অনুরোধ মেনে নেয়া হয়েছে। এবার তাদের প্রস্তাবিত বানানই অনুসরণ করা হবে।
এর আগে জাতিসংঘ, ন্যাটো, ক্যানাডা, ভারত, নিউজিল্যান্ড নাম পরিবর্তন মেনে নিয়েছে। এবার মানল যুক্তরাষ্ট্র।