বিডি কমিউনিটি হাব এর আয়োজনে সিডনিতে বিজয় মেলা

গত ১৮ ডিসেম্বর (রবিবার) দিন ব্যাপী বিজয়ের উল্লাসে মেতেছিল সিডনিবাসী। বিডি কমিউনিটি হাব সিডনি মিন্টুস্থ ৩৭ – ৪১ লিঙ্কন স্ট্রিটে এই বিজয় মেলার আয়োজন করে।

বিকেল সাড়ে ৪ টায় ছোট্ট সোনামণি সাইয়ান ইয়াসার জামান পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে বিজয়ের অনুষ্ঠান শুরুর পর অস্ট্রেলিয়া জাতীয় সঙ্গীত পরিবেশন করে সামিন ইয়াসার জামান ও সৈয়দা আরুশিয়া উমায়জা। পরে সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।

আকিদুল ইসলাম ও পলি ফরহাদের প্রানবন্ত সঞ্চালনায় একক গান পরিবেশন করেন, মারিয়া মুন, জাহাঙ্গীর আলম, নিলুফার ইয়াসমিন, রুহুল আমিন, রাসেল ইসলাম, মিশা মধুমিতা, সমির রোজারিও। দলীয় গান পরিবেশন করে ভবের হাট ও কৃষ্টি ব্যান্ড।

“ও পৃথিবী এবার এসে” গানটি পরিবেশন করে সিবিজি গ্লোবাল লাইভ মিউজিকের সৈয়দ মাহবুব মোর্শেদ, ফরাইজি নুসরাত মৌমিতা, মাহিদুল আলম, আফরা ইবনাথ বিভা, আশিকুর রহমান ও প্রিয়ম দাস।

নৃত্য পরিবেশন করে সারিকা, নৃত্যাঞ্জলি ড্যান্স একাডেমী, মৌসুমি সাহা, প্রেরনা ড্যান্স একাডেমী, তসলিমা হোসেন, কলাঙ্কন ড্যান্স একাডেমী, অমৃতা পাল চৌধুরী। মুক্তিযুদ্ধের পুঁথি পাঠে কথক হিসেবে ছিলেন রতন কুণ্ডু। যন্ত্রসংগীত ও দোহারে ছিলেন মধুমিতা সাহা, শ্ৰীমন্ত পাল এবং সুহৃদ সোহান।

বিডি কমিউনিটি হাব সিডনির সভাপতি আবদুল খান রতন তার স্বাগত বক্তব্যের পর মঞ্চে আমন্ত্রন জানান অতিথি বর্গ ও সিডনি প্রবাসী মুক্তিযোদ্ধাদের। মঞ্চে উপস্থিত ছিলেন স্টেট মেম্বার ফর ইস্ট হিলস মিস ওয়েনডি এলিজাবেথ লিনডসে, কন্সুল জেনারেল মোঃ শাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুন, বীর মুক্তিযোদ্ধা আবুল হেলাল উদ্দিন, মরহুম মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের স্ত্রী তাসলিমা বেগম ও পুত্র নাবিল খান, বীর মুক্তিযোদ্ধা ডঃ আমিনুল হক ফারাইজি, বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ এনায়েতুর রহিম, বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল রশিদ আলমগীর, বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদা, প্রাক্তন কাউন্সিল শাহে জামান টিটু, কাউন্সিল ডারসি লাউড, কাউন্সিল মাসুদ চৌধুরী, কাউন্সিল সাজেদা আক্তার সানজিদা, সভাপতি প্যাসিফিক আইল্যান্ড মালিমি ফ্রুএন, কমিউনিটি নেতা হায়দার আলি মৃধা, গুড মর্নিং ম্যাকারথারের ব্রায়ান লাউল, বিডি কমিউনিটি হাব সিডনির সহ সভাপতি শফিক শেখ, সহ সভাপতি নিরব, সাধারন সম্পাদক সৈয়দ রহমান মিঠু, সহ সাধারন সম্পাদক মোঃ লুতফর রহমান, কোষাধ্যক্ষ মোঃ শাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক খান।

“চলো বিজয়ী বীর, বাঙ্গালীর সেই বিজয় মেলায়” শ্লোগান নিয়ে বিজয়ের মঞ্চে মুক্তি যোদ্ধাদের সম্মাননা জানানো হয়। মাগরিবের বিরতির পর মঞ্চে সাংবাদিকদের ধন্যবাদ জানানো হয়। উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবদুল মতিন, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি রহমত উল্লাহ, জন্মভূমি টেলিভিশনের চেয়ারম্যান আবু রেজা আরেফিন ও নাইম আবদুল্লাহ।

এরপর মঞ্চে আসেন প্রখ্যাত বাউল শিল্পী শফি মণ্ডল ও আয়েশা জেবিন দিপা। তারা একক ও সমবেত ভাবে একের পর এক গান পরিবেশ করে হল ভর্তি দর্শকদের করতালি ও সুরের মূর্ছনায় মাতিয়ে রাখে।

মেলা প্রাঙ্গণ দেশের পতাকা দিয়ে সাজানো সহ দেশের আদলে জাতীয় স্মৃতি সৌধ ও বিশাল ক্যানভাসে বিজয়ের পোস্টার নির্মাণ করা হয়। মেলা উপলক্ষে বিজয় মেলা নামে একটি স্মরণিকাও প্রকাশ করা হয়। ছিল সুস্বাদু রকমারী বাংগালী খাবার, শাড়ি ও গহনা সহ বিভিন্ন ষ্টল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তাবু সঞ্জয় ও তার দল।

LEAVE A REPLY