ফিলিস্তিনে ড্রোন দিয়ে বোমা হামলা চালাচ্ছে ইসরাইল

ফিলিস্তিনে ড্রোন দিয়ে ইসরাইলের সেনাবাহিনী বোমা হামলা চালাচ্ছে। দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

ইহুদিবাদী দেশটির পত্রিকা ইয়েদিয়ত আহরনোথ পত্রিকায় ইসরাইলি এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করা হয়েছে। খবর ইয়েনি সাফাকের।

টিয়ারগ্যাস ও গ্রেনেড নিক্ষেপ করতে পারে এমন ড্রোন তৈরি করেছে ইসরাইল। এমনকি ফিলিস্তিনিদের ঘরবাড়িতে পর্যন্ত হামলা করতে সক্ষম এ ধরনের বিশেষ ড্রোন।

ইসরাইলের সেনাবাহিনী ইতোমধ্যে এসব ড্রোন ব্যবহার করে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে।

তবে প্রতিবেদনটিতে কোনো ফিলিস্তিনির বক্তব্য নেওয়া হয়নি। ২০২২ সালের সেপ্টেম্বরে ইসরাইলি সেনাপ্রধান ফিলিস্তিনের পশ্চিমতীরে ড্রোন হামলার অনুমোদন দেন।

LEAVE A REPLY