সিডনিবাসী প্রখ্যাত সঙ্গীত শিল্পী সিরাজুস সালেকীন ও তাঁর যোগ্য শিষ্যা অদিতি শ্রেয়সী নিয়ে আসছেন বছরের প্রথম মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা ‘গীতসুধা’। আগামী ১১ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় ব্যাংক্সটাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটারে এটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির আয়োজক অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারনেশনেরস।
জানা গেছে, শিল্পীরা গাইবেন কালজয়ী গান। বাদ্যযন্ত্রে তাদের সঙ্গে সংগত করবেন সিডনির নামকরা শিল্পীরা। আয়োজক প্রতিষ্ঠান ‘ইন্টারনেশনেরস‘, অস্ট্রেলিয়ার বহুজাতিক সংস্কৃতি তুলে ধরার কাজে নিয়োজিত এবং তারই রেশ ধরে তাদের এবারের আয়োজন ‘গীতসুধা“। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং চলবে সব মিলিয়ে তিন ঘন্টা সময় ধরে। ৮০ রিকার্ড রোড, ব্যাংকসটাউনের এই ভেন্যুতে রয়েছেপর্যাপ্ত পার্কিং এর জায়গা এবং টিকেটের জন্য ০৪৩২ ৬৮৮৩২২ তে যোগাযোগ করতে হবে
Home
অস্ট্রেলিয়া সিরাজুস সালেকীন ও অদিতি শ্রেয়সী’র সঙ্গীত সন্ধ্যা গীতসুধা অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি