অস্ট্রেলিয়ায় এক তরুণীকে খুন করে ভারতে পালিয়েছিলাে এক ব্যাক্তি। তাকে ধরার জন্য ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া পুলিশ। শেষ পর্যন্ত ৩৮ বছরের সেই অভিযুক্ত যুবক ধরা পড়ল দিল্লিতে।
পাঞ্জাবের বাসিন্দা রাজিন্দর সিং নামে ওই যুবকের বিরুদ্ধে ২০১৮ সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে তোয়াহ কর্ডিংলে নামে ২৪ বছর বয়সি এক তরুণীকে হত্যার অভিযোগ ওঠে। ওই তরুণী সমুদ্র সৈকতে কুকুর হাঁটতে নিয়ে গেলে তাঁকে রাজিন্দর খুন করেন বলে অভিযোগ।
এই হত্যাকাণ্ডের পর নিজের চাকরিতে ইস্তফা দিয়ে স্ত্রী এবং তিন সন্তানকে অস্ট্রেলিয়ায় ফেলে রেখে ভারতে পালিয়ে আসেন রাজিন্দর।
রাজিন্দরই যে ওই তরুণীর খুনে অভিযুক্ত, তা সামনে আসার পরই তাকে ধরতে ভারত সরকারের সাহায্য চায় অস্ট্রেলিয়া। পাশাপাশি রাজিন্দরকে ধরতে সাহায্য করলে এক মিলিয়ন অস্ট্রেলিয় ডলার বা ভারতীয় মুদ্রায় সাড়ে পাঁচ কোটি টাকারও বেশি পুরস্কার ঘোষণা করে কুইন্সল্যান্ড পুলিশ। এখনও পর্যন্ত কোনও অপরাধীকে ধরতে এত আর্থিক পুরস্কার ঘোষণা করেনি কুইন্সল্যান্ড পুলিশ।
জানা গেছে, রাজিন্দর অস্ট্রেলিয়ার ইনিসফেল শহরে একজন নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। তবে তিনি পাঞ্জাবের বুট্টার কলনের বাসিন্দা।
রাজিন্দরকে প্রত্যার্পণের জন্য ২০২১ সালের মার্চ মাসে ভারত সরকারের কাছে আবেদন করে অস্ট্রেলিয়া সরকার। এ বছরের নভেম্বর মাসেই সেই আবেদন অনুমোদিত হয়।