আবারও কোহলির ব্যাটে সেঞ্চুরি

India's Virat Kohli celebrates after victory in the World T20 cricket tournament match between India and Pakistan at The Eden Gardens Cricket Stadium in Kolkata on March 19, 2016. / AFP / Prakash SINGH (Photo credit should read PRAKASH SINGH/AFP/Getty Images)

বছরের শুরুতেই বিরাট কোহলির সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে আরেক ধাপ এগিয়ে গেলেন ভারতীয় সাবেক এই অধিনায়ক। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে এ বছরই কিংবদন্তি শচীনকে ছাড়িয়ে যাবেন কোহিল।

ওয়ানডে ক্রিকেটে ৪৬৩ ম্যাচে অংশ নিয়ে ৪৯টি সেঞ্চুরি করেছেন ভারতের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার। তার চেয়ে ১৯৭ ম্যাচ কম খেলে ইতোমধ্যে ৪৫টি সেঞ্চুরি করে ফেলেছেন বিরাট কোহলি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় টস হেরে আগে ব্যাট করে স্বাগতিক ভারত।

এদিন তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৮৭ বলে ১২টি চার আর এক ছক্কার সাহায্যে ১১৩ রান করে ফেরেন বিরাট কোহলি।

এদিন সেঞ্চুরি করার সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে তার শতক হলো ৭৩টি। টেস্টে ২৭টি সেঞ্চুরি করেছেন কোহলি। আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে একটি সেঞ্চুরি করেন বিরাট। মঙ্গলবার কোহলির (১১৩) সেঞ্চুরি, রোহিত শর্মার ৮৩ এবং লোকেশ রাহুলের ৩৯ রানে ভর করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৭৩ রানের পাহাড় গড়ে ভারত।

LEAVE A REPLY