রাভিনা টেন্ডন
স্বামীকে হত্যা করে বাগানে কবর দিল রাভিনা টেন্ডন! সেই ভিডিও শেয়ার করলেন ভক্তদের সঙ্গে। কী, আঁতকে উঠলেন? না, ভয়ের কিছু নেই। এটি মূলত একটি মজার রিল ভিডিও। বিষয়টি মজা করেই করা হয়েছে। এর আগেও এমন একটি রিল শেয়ার করেছিলেন অভিনেত্রী। এবার সেটির দ্বিতীয় পর্ব শেয়ার করলেন।
বিবাহিত জীবনে অনিল থাদানির সঙ্গে সুখে সংসার করছেন রাভিনা টেন্ডন। তবে মাঝে মাঝে ইনস্টাগ্রামে মজার রিল শেয়ার করেন অভিনেত্রী। ভক্তদের উদ্দেশেই ফানি ভিডিওগুলো শেয়ার করেন তিনি।
গত বছরের ডিসেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মজার ভিডিও রিল শেয়ার করেছিলেন অভিনেত্রী রাভিনা টেন্ডন। ফানি সেই ভিডিওতে তিনি তার স্বামীকে হত্যা এবং তাকে বাগানে কবর দেওয়ার কথা উল্লেখ করে অভিনয় করেছিলেন। ‘খুঁড়ে দেখে নাও’ শিরোনামের সেই ভিডিওটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। এবার সেই ভিডিওর দ্বিতীয় পর্ব প্রকাশ করলেন রাভিনা। নতুন ভিডিওতে তিনি সেই নারীর চরিত্রে অভিনয় করেছেন, যে নিজের স্বামীকে হত্যা করেছিল।
নতুন ভিডিওটি শেয়ার করে রাভিনা ক্যাপশনে লেখেন, ‘খুঁড়ে দেখে নাও- দ্বিতীয় পর্ব’। ভিডিওতে রাভিনাকে মাথায় সাদা ওড়না দেওয়া অবস্থায় দেখা যাচ্ছে। পুলিশের জিজ্ঞাসাবাদে উত্তর দেওয়ার ভঙ্গিতে অভিনয় করেন রাভিনা। ভিডিওতে অপর পাশ থেকে একটি কণ্ঠ যখন তাকে স্বামী হত্যার কারণ জিজ্ঞাসা করেন তখন অভিনেত্রী জানান, স্বামী তাকে ভুল নামে ডাকায় তিনি তাকে হত্যা করেছেন। এরপর একটি বিবর্ণ হাসি দেন অভিনেত্রী।
গত বছরের ডিসেম্বরে রাভিনা প্রথম ভিডিওটি শেয়ার করেছিলেন, যেখানে তাকে শাড়ি পরা অবস্থায় দেখা গেছে। ভিডিওতে একজন ব্যক্তি তাকে তার স্বামীর কথা জিজ্ঞাসা করলে রাভিনা তাকে বাগানে খুঁজতে বলেন। যখন সেই ব্যক্তি বলেন যে তাকে দেখতে পাচ্ছেন না তখন রাভিনা উত্তর দেন, ‘কবর খুঁড়ে দেখুন।’ ভিডিওটি ভক্তদের সঙ্গে শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, ‘স্বামীরা সাবধান! এটি একটি ট্রেন্ডিং রিল।’ ভিডিওটি শেয়ার করা মাত্র ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঝড় তোলে। ভক্তদের দারুণ সাড়া পেয়ে এবার দ্বিতীয় পর্ব শেয়ার করলেন অভিনেত্রী। এটিও দুর্দান্ত সাড়া ফেলেছে। ভক্তরা একের পর এক মন্তব্য করে অভিনেত্রীর অভিনয়ের প্রশংসা করছেন। অনেকে পরবর্তী ভিডিও বানাতেও অনুরোধ করছেন রাভিনাকে।
রাভিনাকে সর্বশেষ দেখা গেছে বছরের সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্র ‘কেজিএফ : চ্যাপ্টার ২’তে। এরপর সঞ্জয় দত্তের সঙ্গে ‘ঘুড়ছড়ি’তে দেখা যাবে অভিনেত্রীকে। এ ছাড়া তার ওয়েব শো ‘আরণ্যক’-এর দ্বিতীয় সিজন আসতে চলেছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস