নেপালে ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৪০

ছবি: টাইমস অব ইন্ডিয়ার

নেপালের পোখরায় ৭২ আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় রবিবার (১৫ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। কাস্কি জেলার পোখারায় বিধ্বস্ত হয় বিমানটি। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। খবর-বিবিসির

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা জানিয়েছেন, প্লেনটি অবতরণের সময় এতে আগুন ধরে যায়। বিধ্বস্ত হওয়া প্লেনটিতে মোট ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন।

তিনি আরও জানান, প্লেনটিতে আরোহীদের মধ্যে ১০ জন বিদেশি নাগরিকও আছেন।

একটি উদ্ধারকারী দল এরই মধ্যে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। দেশটির সেনা সদস্যরা যোগ দিয়েছেন উদ্ধার কাজে।

দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল তার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। রাষ্ট্রীয় সংস্থাগুলোকে উদ্ধার অভিযানে অংশ নেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন—

BREAKING: Yeti Airlines plane carrying more than 70 people crashes in Pokhara, Nepal pic.twitter.com/iUMQ4N16sE

— BNO News (@BNONews) January 15, 2023

এমকে 

LEAVE A REPLY