ফাইল ছবি
বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে ফের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিরাপত্তার স্বার্থেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অপরদিকে, সন্ত্রাসবিরোধী অভিযানে নিরাপত্তা বিবেচনায় রুমা ও রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি রয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে থানচি উপজেলায় ভ্রমণে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত ফের নিষেধাজ্ঞা জারি করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সূত্র জানিয়েছে, বান্দরবান জেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। সাঁড়াশি অভিযানে ভ্রমণকারীদের নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে ফের এক সপ্তাহের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।ডি- এইচএ