বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়েও পা মাটিতে টেন হাগের

ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির কাছে ৬-৩ গোলে হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম লেগের হারের বদলা দ্বিতীয় লেগে তারা দারুণভাবে নিল রেড ডেভিলরা। শনিবার ওল্ড ট্রাফোর্ডে সিটির বিপক্ষে ২-১ গোলে জিতেছে তারা। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের পরও পা মাটিতেই রাখছেন ম্যানইউ কোচ এরিক টেন হাগ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন টেন হাগ। লিগ জয়ের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘সমর্থকরা স্বপ্ন (ট্রফি জয়ের) দেখতে পারে, কিন্তু আমরা নই। আমাদের পা মাটিতে রাখতে হবে এবং আমাদের খেলায় প্রচুর উন্নতির বাকি আছে।’

ম্যানইউ কোচ আরো বলেন, ‘আমরা যখন সঠিক কাজগুলি করি, যখন সঠিক নিয়ম অনুসরণ করি, তখন নিয়ন্ত্রণ আমাদের থাকে, যেমনটা প্রথমার্ধে করেছি আমরা। কিন্তু শীর্ষ পর্যায়ের ফুটবলে ছোট ছোট ব্যাপারগুলো এখানে বড় প্রভাব ফেলে। এই জায়গাগুলোয় আমাদের কাজ করে যেতে হবে এবং এখানে আরও মনোযোগ দিতে হবে।’

প্রিমিয়ার লিগে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যানইউ। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পেপ গার্দিওলার ম্যানসিটি। ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। এই পরিস্থিতি থেকে শীর্ষে উঠাটা অবশ্য সহজ হবে না ম্যানইউয়ের জন্য।

LEAVE A REPLY