সেঞ্চুরির পর কোহলির উদযাপন। ছবি : এএফপি
গত বছরের শেষদিক থেকেই বিরাট কোহলির ব্যাটে রানের ফোয়ারা ছুটছে। আজ রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে কোহলি খেললেন ১১০ বলে অপরাজিত ১৬৬ রানের বিধ্বংসী ইনিংস। হাঁকান ১৩টি চার এবং ৮টি ছক্কা। এই ঝোড়ো ইনিংসে তিনটি রেকর্ড গড়ে ফেললেন কোহলি। ছাড়িয়ে গেলেন ব্যাটিং লিজেন্ড শচীন টেন্ডুলকারকেও।
ভারতের মাটিতে ১৬৪টি ওয়ানডে খেলে শচীন টেন্ডুলকার করেছেন ২০টি সেঞ্চুরি। আজ তিরুঅনন্তপুরমে ২১ নম্বর সেঞ্চুরি করে কোহলি তাকে ছাড়িয়ে গেলেন। তবে ঘরের মাঠে ২১টি সেঞ্চুরি করতে শচীনের চেয়ে ১০৪টি ম্যাচ কম খেলেছেন কোহলি। এ ছাড়া আরো একটি জায়গায় কোহলি ছাড়িয়ে গেছেন শচীনকে। একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড এত দিন যৌথভাবে ছিল শচীন-কোহলির। আজ সেই রেকর্ডও কোহলি নিজের করে নিলেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শচীনের ৯টি সেঞ্চুরি আছে। এই রেকর্ডেও এত দিন কোহলি তার পাশে ছিলেন। গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে কোহলি তার নবম সেঞ্চুরি করেন। আজ তিরুঅনন্তপুরমে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের ১০ নম্বর সেঞ্চুরি করে ছাড়িয়ে গেলেন শচীনকে। আন্তর্জাতিক ক্রিকেটে আরো একটি রেকর্ড গড়েছেন কোহলি। ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান করা ক্রিকেটারদের তালিকায় প্রথম পাঁচে ঢুকে পড়েছেন তিনি। ২৬৯ ম্যাচে তার রান ১২৭৫৪।
শুধু তা-ই নয়, ওয়ানডে ক্রিকেটে শচীনের ৪৯টি সেঞ্চুরির আরো কাছে চলে গেলেন ভারতের ব্যাটিং দানব। ৫০ ওভারের ফরম্যাটে কোহলির সেঞ্চুরি এখন ৪৬টি। শচীন ৪৬টি সেঞ্চুরি করতে নিয়েছিলেন ৪৩১টি ইনিংস। কোহলি নিলেন মাত্র ২৬৯টি ইনিংস। যে ফর্মে তিনি আছেন, দ্রুতই ধরে ফেলবেন শচীনকে। আজ কোহলি তার ১৬৬ রানের ইনিংসে ৮টি ছক্কা মেরেছেন। যেটা ওয়ানডের এক ইনিংসে কোহলির সর্বোচ্চ ছক্কা। এই নিয়ে চারবার তিনি দেড় শর বেশি রান করলেন।