প্রেস রিলিজ :
সিডনির পরিচিত প্রিয় মুখ, ক্রীড়া সাংবাদিক, YES টিভি’র কর্ণধার , অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাব এর সম্মানিত সদস্য জনাব সাদ্দাম খান বাংলাদেশে অবস্থানকালীন হটাৎ গুরুতর অগ্ন্যাশয় ইনফেকশনে অসুস্থ হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে আইসিইউ-তে ভর্তি আছেন।
অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাব এর পক্ষ থেকে সবাইকে সাদ্দম ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ করা হলো।
বিনীত নিবেদক ,
রাহমাতুল্লাহ (সভাপতি )
ইকবাল ইউসুফ (সাধারণ সম্পাদক)
অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাব