ছবি : মীর ফরিদ
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথে চোটের কারণে ছিটকে গেলেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। আঙুলের চোটের পাশাপাশি যুক্ত হয়েছে শরীরের এক পাশের পেশির টান। অনুশীলনের সময়ও তাকে ব্যথায় কাতরাতে দেখা গেছে। শেষ পর্যন্ত তাকে ছাড়াই আজ খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। নেতৃত্বে শোয়েব মালিক।
গত বছরের জিম্বাবুয়ে সফরে আঙুলে চোট পেয়েছিলেন সোহান। এ কারণে তাকে দেশে ফিরে আসতে হয়েছিল। এরপর সিঙ্গাপুর গিয়ে আঙুলে অস্ত্রোপচার করান। এ কারণে তিনি মিস করেন এশিয়া কাপের আসর। কিন্তু অস্ত্রোপচারের পরও নুরুলের চোট সারেনি। গত বছর নিউজিল্যান্ড সফরে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে ব্যথা নিয়েই খেলেছেন।
এরপর গত ডিসেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষেও ব্যথানাশক ওষুধ নিয়ে খেলতে হয়েছে সোহানকে। বিপিএলে রংপুরের প্রথম ম্যাচের পর সোহান বলেছিলেন, ‘যদি ৯টা আঙুল থাকে, ৯টি আঙুল নিয়েই খেলার চেষ্টা করব।’ কিন্তু শেষ পর্যন্ত তিনি পারলেন না। রংপুরের দলীয় সূত্রে জানা গেছে, সোহানের বর্তমান চোট ততটা গুরুতর নয়। সেরে উঠতে সপ্তাহখানেক লাগতে পারে।