মাঠে নামলেন আগুয়েরো, গোল করে মেসির মতো উদযাপন

হৃদরোগের কারণে ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার সার্জিও আগুয়েরো। দুই বছর পর তিনি খেললেন প্রীতি ম্যাচে। বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকের আয়োজিত সেভেন-অ্যা-সাইড টুর্নামেন্ট কিংস লিগে খেললেন আগুয়েরো। মাঠে ফিরেই গোল করেছেন, গোল উদযাপন করেছেন তাঁর প্রিয় বন্ধু লিওনেল মেসির মতো।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২-এ সমতায় ছিল। এর মধ্যে একটি গোল ছিল মেসির। ৭৩তম মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেছিলেন মেসি। গোলের পর দুই কানের পাশে হাত দিয়ে উদযাপন করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। একটা সময় আর্জেন্টিনার সাবেক তারকা রিকেলমে এভাবেই উদযাপন করতেন। নেদারল্যান্ডসের কোচ লুই ফান গল একসময়ে বার্সেলোনার কোচ ছিলেন। সেই সময়ে তাঁর কোচিংয়ে খেলেছিলেন রিকেলমে। তবে রিকেলমের সঙ্গে ফান গল অত্যন্ত দুর্ব্যবহার করেছিলেন বলেই জানা যায়। অনেকে মনে করেছিলেন, মেসি সাবেক সতীর্থের অপমানের বদলা এভাবেই নিয়েছিলেন।

মেসির সঙ্গে আগুয়েরোর ঘনিষ্ঠতার কথা তো সবারই জানা। জাতীয় দলে যখন মেসি ও আগুয়েরো একসঙ্গে খেলতেন, তখন তাঁরা ছিলেন রুমমেট। সব সময় এক ঘরে থাকতেন তাঁরা। বিশ্বকাপের শেষ দিকে মেসিকে সঙ্গ দিতে চলে গিয়েছিলেন কাতারে। এবার মেসির স্টাইলে উদযাপন করে আগুয়েরো আবারও বোঝালেন তাদের বন্ধত্বের গভীরতাটা।

LEAVE A REPLY