ভারতকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পিসিবি

সংগৃহীত ছবি

পাকিস্তানের মাটিতে আগামী এশিয়া কাপ হবে কি না সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয়। কারণ ভারত আপত্তি জানিয়েছে তারা পাকিস্তানের মাটিতে গিয়ে খেলবে না। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রমিজ রাজা একের পর এক আক্রমণাত্মক কথা বলেছেন বিসিসিআইকে উদ্দেশ করে। কিন্তু পিসিবির নতুন চেয়ারম্যান নাজাম শেঠি ভিন্ন পথে হাঁটছেন। ভারতীয় গণমাধ্যমের দাবি, পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে বিসিসিআইকে রাজি করানোর চেষ্টা করছে পিসিবি।

এশিয়া কাপ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব এবং এশিয়া ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহের সঙ্গে ফেব্রুয়ারি মাসে এশিয়া কাপ নিয়ে আলোচনা করতে চাইছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজাম শেঠি। এর আগে জয় শাহ বলেছিলেন, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না। এবারের বৈঠকে সে বিষয় নিয়ে দুজনের কথা হতে পারে বলে শোনা যাচ্ছে। ভারতের আপত্তির মুখে এশিয়া কাপ যাতে পাকিস্তান থেকে না সরানো হয় সে চেষ্টাই করবেন নাজাম শেঠি।

এর আগে রমিজ রাজা বলেছিলেন, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান না গেলে তারাও ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে দল নাও পাঠাতে পারে। যদিও ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর আশ্বাস দেন সব দলকে নিয়েই ক্রিকেট বিশ্বকাপ হবে। তিনি বলেন, ‘এটা বিসিসিআইয়ের নিজস্ব ব্যাপার। এর আগে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে কোনো সমস্যা হয়নি। আগেও বিশ্বকাপ আয়োজন করেছি। সব দল আনন্দের সঙ্গেই খেলেছে। এবারও আমরা বিশ্বকাপ আয়োজন করব এবং সবাই খেলবে।’

এবারের এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান একই গ্রুপে আছে। দুই দলের লড়াই ক্রিকেটে সবচয়ে বড় আকর্ষণীয় ইভেন্ট। বিসিসিআইয়ের বর্তমান সভাপতি রজার বিনি এর আগে বলেছিলেন, ‘পাকিস্তানে খেলতে যাব কি না সেই সিদ্ধান্ত বোর্ড নিতে পারবে না। আমরা দলকে বলতে পারি না যে পাকিস্তানে যেতেই হবে। কারণ এতে সরকারের অনুমতির প্রয়োজন হবে। বোর্ড এই সিদ্ধান্ত নিতে পারব না, সরকার যা বলবে সেটাই করতে হবে।’ এবার হয়তো এসিসি প্রধান জয় শাহর সঙ্গে আলোচনা করে শেষ চেষ্টা করবেন নাজাম শেঠি।

LEAVE A REPLY