ইন্দোনেশিয়া-ইরানে ভূমিকম্প, প্রভাব ফিলিপাইনেও

ভূমিকম্প। ফাইল ছবি

ইন্দোনেশিয়ায় সুলাওয়েসে দ্বীপে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। অপরদিকে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি প্রদেশে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্প হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার (১৮ জানুয়ারি) ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের প্রভাবে পার্শ্ববর্তী দেশ ফিলিপাইন ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি, স্থানীয় সময় বেলা একটা পাঁচ মিনিটে ইরানে আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো দেশটির পশ্চিম-আজারবাইজান প্রদেশের খোয় শহরের কাছাকাছি এলাকা।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ইরানে পাঁচ দশমিক ছয় মাত্রার এই ভূ-কম্পনে উত্তর-পশ্চিমাঞ্চল কেঁপে উঠেছে।

অন্যদিকে, ইন্দোনেশিয়ার ভূপদার্থবিদ্যা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, সুলাওয়েসি দ্বীপের দক্ষিণপূর্বাঞ্চলীয় মেলেঙ্গুয়েনে শহরের ভূপৃষ্ঠের ৬৪ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। তবে এই ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে সংস্থা।

সূত্র: আল আরাবিয়্যা, খালিজ টাইমস।

ডি- এইচএ

LEAVE A REPLY