হোয়াটসঅ্যাপ। ফাইল ছবি
আরো একটি নতুন সুবিধা আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্ল্যাটফর্মটি জানিয়েছে, শিগগিরই একাধিক কাজের সুবিধা নিয়ে আসছে হোয়াটসঅ্যাপে। যা কার্যকর হলে মেসেঞ্জার অ্যাপ প্রেরকের চ্যাটবক্সটিতে না ঢুকেই তাকে ব্লক করা যাবে।
সংস্থাটি আরো জানায়, এরই মধ্যে এই নিয়ে কাজ শুরু হয়েছে।
সাধারণত হোয়াটসঅ্যাপে প্রেরককে ব্লক করতে হলে প্রেরকের চ্যাটবক্স ঢুকতে হয়। ফলে অযাচিত কারো পাঠানো বার্তা না দেখেই তাকে ব্লক করা সম্ভব হয় না। অবশ্য হোয়াটসঅ্যাপ সেটিংয়ে ঢুকে ঘুরপথে ‘ব্লক কন্টাক্ট’ বিকল্পে প্রেরককে ব্লক করার সুবিধা আছে। তবে সেই সুবিধার কিছু শর্তও আছে। এটি তখনই ব্যবহার করা সম্ভব, যদি প্রেরকের নাম ব্যবহারকারীর ফোনের যোগাযোগ তালিকায় থাকে। অর্থাৎ অপরিচিত নম্বর থেকে বার্তা এলে সেই নম্বর ব্লক করা যাবে না। নয়তো আগে সেই নম্বরটিকে নিজের যোগাযোগের তালিকাভুক্ত করতে হবে। তারপর ব্লক করতে হবে।ডি- এইচএ
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।
আরও পড়ুন