বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অভিনব ছিনতাই, গ্রেপ্তার ৩

পাবনার বিশ্ববিদ্যালয় ও কলেজে অনার্স পড়ুয়া শিক্ষার্থী, এরা সবাই মেধাবী ও বিচক্ষণ। এই মেধাবীরাই ভারতীয় টিভি সিরিয়াল ক্রাইম পেট্রোল থেকে অভিনব কায়দায় ছিনতাই করার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী পাবনা শহরের বিভিন্ন বাসায় ভিন্ন ভিন্ন্ন পরিচয়ে গিয়ে ছিনতাই করতেন। শিক্ষার্থী ছিনতাই চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম।  গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলার দীঘা গ্রামে মৃত জমশের আলীর ছেলে মো. লিখন হাসান (২৪)।  লিখন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর সুতাহাটি গ্রামের আব্দুল্লাহিল কাফির ছেলে মোহাম্মদ আব্দুল্লাহিল বাকী অনিক (২২)। সে পাবনা  সরকারি এডওয়ার্ড কলেজে  ইংরেজি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং অপরজন পাবনা সদর উপজেলার চরতারাপুরের ভাদুরিয়া ডাংগী গ্রামের মো. হাতেম আলী মণ্ডলের ছেলে মো. আবুল বাশার (২১), বাশার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ফোকাস কোচিং-এ অধ্যায়নরত। মাসুদ আলম জানান,  গত ১০ই জানুয়ারি এই চক্র পাবনা শহরের একটি বাসায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পরিচয় দিয়ে ঢোকার চেষ্টা করে।

LEAVE A REPLY