মন খারাপের দুপুরগুলো এমনই হয়: মিথিলা

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অনেক কিছুর পাশাপাশি লেখালেখিও করে থাকেন। কয়েকটি গানের কথাও লিখেছেন এ তারকা। তাহসানের সঙ্গে গাওয়া তার লেখা ‘রোদেলা দুপুরে’ তো একসময় তুমুল জনপ্রিয় ছিল।

মিথিলা এবার নতুন কবিতা লিখেছেন। বৃহস্পতিবার সকালে সেই কবিতা নিজের ফেসবুকে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগও করে নিয়েছেন। সঙ্গে জুড়ে দিয়েছেন তিনটি সদ্য তোলা ছবি।

ছবিতে সাদা রঙের শাড়িতে শুভ্র দেখা যাচ্ছে দুই বাংলার অভিনেত্রীকে। ছবির সঙ্গে কবিতার কথাগুলো মিলেমিশে যেন একাকার। মন্তব্যের ঘরে অনেকেই অভিনেত্রীকে প্রশংসায় ভাসাচ্ছেন।

ছবির সঙ্গে কবিতার কথাগুলো মিলেমিশে যেন একাকার। তবে মিথিলার কবিতাজুড়ে আছে অজানা এক অভিমানের সুর। 

মিথিলা লেখেন— 

মন খারাপের দুপুরগুলো এমনই হয়
ঠোঁটের হাসি চোখের কোনে হারিয়ে যায় 
বইয়ের পাতায় বুকমার্কটা থমকে থাকে
মাথার ভেতর আবোলতাবোল চলতে থাকে
ভাবনাগুলো কক্ষপথে ঘুরে ফিরে
আবার যখন সেই শূন্যে এসেই থামে  
মনকে বোঝাই শূন্যটাকেই আপন করে
নকল হাসি লেপটে নিয়ে মুখের প’রে 
যাহোক হবে, এ ব্রহ্মাণ্ডে কতই তো হয়
মন খারাপের দুপুরগুলো এমনই হয়। 
~রাফিয়াত রশিদ মিথিলা

May be an image of 1 person
May be an image of 1 person
May be an image of 1 person
May be a closeup of 1 person and jewelry


LEAVE A REPLY