ঝিকরগাছায় প্রথমবার ‘ফুল উৎসব’

ফুলের বাণিজ্যিক সম্প্রসারণের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী ‘ফুল উৎসব-২০২৩’। আগামী ১৯, ২০ ও ২১ জানুয়ারি তিনদিন এই উৎসব চলবে।

ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আগামীকাল বিকেলে পানিসারা ফুলমোড়ে এই আয়োজনের উদ্বোধন করা হবে।

আয়োজকরা বলেন, ঐতিহ্য ও ঐশ্বর্যের জনপদ যশোর জেলায় ফুলের রাজধানীখ্যাত ঝিকরগাছা উপজেলার গদখালী অঞ্চল। মূলত উপজেলার গদখালী, পানিসারা ও নাভারণ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাজুড়ে রয়েছে হরেক রকমের ফুলচাষ। বৈচিত্র্যময় এ ফুলের রাজ্যকে সবার সামনে তুলে ধরতে প্রথমবারের মতো ঝিকরগাছায় আয়োজিত হতে যাচ্ছে ফুল উৎসব।

তিনদিনব্যাপী এই মেলায় ফুল উৎপাদক, ফুল ব্যবসায়ী (পাইকারি ও খুচরা), ফুল সেক্টরের সংশ্লিষ্ট সংগঠন অংশগ্রহণ করবে। মেলায় ২০টি নার্সারি, তিনটি পর্যটন প্যাভিলিয়ন ও ১০টি প্রদর্শনী স্টল থাকবে।

তিনদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনের আয়োজনে আছে উদ্বোধনী অনুষ্ঠান, ফুল প্রদর্শনী ও মেলা, প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ কতৃক মেলার স্টল পরিদর্শন ও সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।

দ্বিতীয় দিনের আয়োজনে আছে নারী ফুলচাষীদের সঙ্গে সরকারের উন্নয়ন দর্শন সম্পর্কে উঠান বৈঠক, শিশুদের ‘ফুল’ অঙ্কন প্রতিযোগিতা।

তৃতীয় দিনের আয়োজনে আছে উঠান বৈঠকসহ নারী নেতৃত্বে গ্রুপভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান। সর্বশেষ রয়েছে কৃষক সম্মাননা ও সমাপনী অনুষ্ঠান।

মেলায় প্রতিদিন চলবে ফুল প্রদর্শনী ও মেলা। এছাড়া, মেলা প্রাঙ্গণে প্রতিদিন বৃহত্তর কুষ্টিয়া, যশোর অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের কৃষি প্রযুক্তি প্রদর্শনী করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হক বলেন, ‘ফুলের বাণিজ্যিক সম্প্রসারণ অর্থাৎ বিশ্ববাজার ও দেশীয় বাজারে ঝিকরগাছার উৎপাদিত ফুলকে আরও পরিচিত করতে আমাদের এই আয়োজন। আমরা আশা করি এই উৎসবের মাধ্যমে ঝিকরগাছা উপজেলা উপজেলার ফুলের রাজ্য হিসাবে সুখ্যাতি আরো আড়ম্বরপূর্ণ হয়ে উঠবে’।

যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, ‘প্রথমবারের মতো ঝিকরগাছার গদখালীতে এই ফুলের উৎসব হচ্ছে। এই উৎসবে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি’।ডি- এইচএ 

LEAVE A REPLY