কিউইদের গুঁড়িয়ে ভারতের সিরিজ জয়

ছবি : ক্রিকইনফো

প্রথম ওয়ানডেতে যেখানে দুই দলই রান উৎসব করেছিল, সেখানে আজ শনিবার দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারল না নিউজিল্যান্ড। মাত্র ১০৮ রানে অল-আউট হয়ে তারা হেরেছে ৮ উইকেটে। টানা দুই জয়ে সিরিজ জিতে নিল ভারত। ১৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ শামি।

রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে ছোট্ট টার্গেট তাড়ায় নেমে ৭২ রানের ওপেনিং জুটি গড়েন ভারত অধিনায়ক রোহিত শর্মা আর শুভমান গিল। রোহিত ৫০ বলে ৫১ রান করে আউট হলেও ৪০* রানে অপরাজিত থাকেন গিল। ঈশান কিশানকে (৮*) নিয়ে তিনি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তিনে নেমে বিরাট কোহলি করেন ১১ রান। ১৭৯ বল হাতে রেখেই জিতে যায় ভারত।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৪.৩ ওভারে মাত্র ১০৮ রানেই শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। মাত্র ১৫ রান তুলতেই তারা হারায় ৫ উইকেট। ফিন অ্যালেন (০), হেনরি নিকোলস (২), ড্যারিল মিচেল (১), ডেভন কনওয়ে (৭) ও অধিনায়ক টম ল্যাথাম (১) ফিরে যান সাজঘরে। এরপর ষষ্ঠ উইকেটে ৪১ রানের জুটি গড়েন মাইকেল ব্রেসওয়েল ও গ্লেন ফিলিপস। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ব্রেসওয়েল ফেরেন ২২ রানে।

ব্যাট হাতে সংগ্রাম চালিয়ে যান ফিলিপস। সপ্তম উইকেটে মিচেল স্যান্টনারকে নিয়ে গড়েন ৪৭ রানের জুটি। তবে দলীয় ১০৩ রানে থামেন দুজনই। প্রথমে স্যান্টনার বিদায় নেন ২৭ রানে, এরপর ৩৬ রান করা ফিলিপসও হাঁটেন সাজঘরের দিকে। নিউজিল্যান্ডও যেতে পারেনি বেশি দূর, গুটিয়ে যায় ১০৮ রানে। ভারতীয় পেসার মোহাম্মদ শামি ১৮ রানে তিন উইকেট নেন। হার্দিক পাণ্ডিয়া ও ওয়াশিংটন সুন্দরের শিকার দুটি করে উইকেট।

LEAVE A REPLY