সবাইকে ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়ল রোহিত-ভক্ত বালক!

ছবি : ক্রিকইনফো

ক্রিকেট মাঠে দর্শক ঢুকে পড়া নতুন কোনো ঘটনা নয়। বাংলাদেশ তথা বিশ্ব ক্রিকেটে এমন ঘটনা হরহামেশাই ঘটে। আজ শনিবার ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডেতে ঘটল এই ঘটনা। এটা ছিল রায়পুরে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। এই ম্যাচেই নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে মাঠে প্রবেশ করেছে ভারত অধিনায়ক রোহিত শর্মার এক বালক ভক্ত! 

ছবি : এএফপি

নিউজিল্যান্ডের দেওয়া ১০৯ রানের টার্গেটে তখন ব্যাট করছিল ভারত। ৯.৪ ওভারের সময় হঠাৎই এক বালক মাঠে ঢুকে পড়ে। এক দৌড়ে সোজা চলে যায় রোহিত শর্মার কাছে। ভারত অধিনায়ক কিছু বুঝে ওঠার আগেই সেই কিশোর তাকে জড়িয়ে ধরে। সঙ্গে সঙ্গে চলে আসেন নিরাপত্তা কর্মীরা। তারা ছেলেটিকে মাঠের বাইরে নিয়ে চলে যান। তার পরিচয় এই রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে ক্রিকেট মাঠে এত কম বয়সী দর্শক ঢুকে পড়ার ঘটনা বেশ বিরল। 

ছবি : এএফপি

গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে ঢাকা টেস্টে এক দর্শক মাঠে ঢুকে সাকিব আল হাসানকে সালাম করেছিলেন। চলতি বিপিএলে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে দেখা করতে একাধিকবার এই কাণ্ড ঘটিয়েছেন দর্শকরা। আবার কোনো ঘটনার প্রতিবাদ জানাতেও মাঠে ঢুকে পড়ার ঘটনা আছে। যেমন গত ফুটবল বিশ্বকাপে ইরানের নারী স্বাধীনতার দাবিকে সমর্থন করে এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রতিবাদে ফ্রান্স বনাম তিউনিশিয়া ম্যাচে মাঠে ঢুকে পড়েন এক দর্শক।

LEAVE A REPLY