অ্যান্টি-আমেরিকান মিলিটারি অ্যালায়েন্সের সম্ভাবনা

ছবি: এপির

একজন সিনিয়র রুশ কূটনীতিক রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ গতকাল সোমবার বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে মনস্তাত্ত্বিক যুদ্ধ থেকে বেরিয়ে আসতে হবে। ওয়াশিংটনের গভীর সমর্থনের কারণে কিয়েভ বিপজ্জনক পরিণতির মধ্যে পড়তে যাচ্ছে বলে গতকাল তিনি রাশিয়ার রাষ্ট্রচালিত বার্তা সংস্থা তাসকে মন্তব্য করেছেন।

অ্যান্টি-আমেরিকান মিলিটারি অ্যালায়েন্স : সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইউক্রেন যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে অদূর ভবিষ্যতে আমেরিকাবিরোধী সামরিক জোটের সম্ভাবনা দেখছেন। তিনি গতকাল সতর্ক করেছেন এই বলে যে, মার্কিন নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে পশ্চিমের অ্যান্টি-আমেরিকান ‘মিলিটারি অ্যালায়েন্স’ নামে নতুন একটি সম্মিলিত জোট গড়ে উঠতে পারে।

মেদভেদেভ, যাকে একজন পুতিনমিত্র হিসেবে ধরা হয়, যিনি এখন রাশিয়া ফেডারেশনের নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের ওপর বেশ কিছু আক্রমণাত্মক কথা বলেছেন।

গত রবিবার এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেন, রাশিয়া মার্কিন আধিপত্যের বিরোধিতাকারী অন্যান্য দেশের সঙ্গে যোগ দিতে পারে এবং বৈশ্বিক রাজনীতিতে মার্কিন আধিপত্যকে দুর্বল করার লক্ষ্যে একটি সামরিক জোট তৈরি করতে পারে।

মেদভেদেভ লিখেছেন, ইউক্রেনে সহযোগিতার নামে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা একটি দীর্ঘস্থায়ী সংঘাতের পাল্টাপাল্টি পরিস্থিতি তৈরি হবে। যার ফলে এই সম্ভাবনাময় জোট গঠিত হতে পারে। এক পর্যায়ে আমেরিকানরা এবং তাদের অনুসারী দেশগুলোর মধ্যে দূরত্ব বাড়বে এবং সেখান থেকে একটি নতুন সামরিক জোট গঠিত হবে। মেদভেদেভ লিখেছেন, দীর্ঘ যুদ্ধের সময় মানবজাতির ইতিহাসে এটি সর্বদাই ঘটেছে।

তিনি আরো লিখেছেন, এ যুদ্ধের প্রতিক্রিয়ায় দেশগুলো অবশেষে পুরনো ইউরোপে ফিরে যেতে পারে এবং দুর্ভাগ্যজনকভাবে ইউক্রেনীয়দের অবশিষ্ট অংশকে গ্রাস করবে এবং বিশ্ব আবার ভারসাম্যের অবস্থায় আসবে। মেদভেদেভ এই কথিত জোট সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বিশদ বিবরণ দেননি যার মধ্যে কোনো দেশগুলো যোগ দিতে পারে এবং যুক্তরাষ্ট্রের বিরোধিতার বাইরে এর লক্ষ্য কী হবে। তবুও বেশ কয়েকটি দেশ রয়েছে যারা ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার সঙ্গে মিত্রতা করেছে, যেগুলোকে মার্কিন প্রতিপক্ষ হিসেবেও দেখা হয়।

পবিত্র যুদ্ধের মেজাজে রাশিয়া : রাশিয়ার একজন টেলিভিশন উপস্থাপক ভ্লাদিমির সলোভিভ গতকাল বলেছেন যে রুশ বাহিনী ইউক্রেন যুদ্ধে একটি পবিত্র মেজাজে প্রবেশ করতে যাচ্ছে। তিনি দাবি করেন, মস্কো একটি বিশেষ সামরিক অপারেশন মোড থেকে সম্পূর্ণ ভিন্ন মোডে চলে যাচ্ছে। যা পবিত্র ধর্মযুদ্ধের মতো,

যেখানে সংগ্রাম করার জন্য থাকবে ধর্মীয় ত্যাগের মহিমা। এই টেলিভিশন অ্যাঙ্কর আরো বলেন যে, রাশিয়া শয়তানবাদ দ্বারা পরিবেষ্টিত ৫০টি দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে, যা একটি পবিত্র যুদ্ধ। শয়তানবাদের বিরুদ্ধে পবিত্র যুদ্ধে জয়লাভ ছাড়া আর বিকল্প নেই। তিনি বলেন, ইউক্রেনে যা হচ্ছে তা আর ইউক্রেন থাকবে না। আমরা মানবজাতিকে তার আগের অবস্থায় ফিরিয়ে নিতে চাই। যেমনটি বিধাতা ডিজাইন করেছেন এবং মার্কিনিরা তা ধ্বংস করেছে।

পশ্চিমাবিরোধী ঐতিহ্য : পশ্চিমাবিরোধী সামরিক জোটের কিছু ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে। সোভিয়েত ইউনিয়ন এবং অন্য পূর্ব ইউরোপীয় দেশগুলোর সমন্বয়ে গঠিত ওয়ারশ চুক্তিটি উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার (ন্যাটো) প্রতিক্রিয়া হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে ১৯৯১ সালে সংগঠনটি বিলুপ্ত হয়ে যায়। হাঙ্গেরি এবং পোল্যান্ডসহ ওয়ারশ চুক্তির কিছু প্রাক্তন সদস্য তখন থেকে ন্যাটোতে যোগদান করেছে।

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে মেদভেদেভের এটিই সর্বশেষ নজরকাড়া মন্তব্য। এই মাসের শুরুর দিকে তিনি ইউক্রেনে রাশিয়ার পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের নিন্দা জানিয়ে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে পদত্যাগ করার আহ্বান জানান। গত মে মাসে তিনি একটি মার্কিনকেন্দ্রিক বিশ্বের পতন হবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন। গতকালের নিউজউইকে এই সিনিয়র কূটনীতিকের মন্তব্য এরই মধ্যে বৈশ্বিক রাজনীতি বিশেষজ্ঞদের কাছে নতুন গুরুত্ব বহন করছে।এমকে 

LEAVE A REPLY