১৫ গ্রামবাসীর সংঘর্ষ ভাঙচুর আহত ৪০

ফরিদপুরের ভাঙ্গায় ১৫ গ্রামের লোকজনের মধ্যে দুই ঘণ্টা দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৪০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টায় হামেরদী ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ করে গ্রামবাসীকে ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে আহতদের ভাঙ্গা হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় হামলাকারীরা বেশকিছু দোকানপাট, মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ ভাঙচুর করে।

পুলিশ জানায়, রোববার দুপুরে মুনসুরাবাদে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হন। ওই দুর্ঘটনার বাসচালক ভেবে মুনসুরাবাদ এলাকার মউদুলসহ গ্রামবাসী পাশের বড় মুসকুন্নি গ্রামের তাইজুলকে মারধর করে। পরে হামলাকারীরা জানতে পারে তিনি গাড়ির চালক নন।

এ নিয়ে তখন দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তখন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সালিশের সিদ্ধান্ত নেন। এরই সূত্র ধরে বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে বর্তমান চেয়ারম্যান খোকন, সাবেক দুই চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সালিশে উপস্থিত হন।

সালিশ চলাকালে বড় মুসকুন্নি গ্রামের তাইজুল উত্তেজিত হয়ে মুনসুরাবাদ গ্রামের মউদুল ও তার লোকজনের ওপর হামলা করে। তখন মুনসুরাবাদ এলাকার আশপাশের চার গ্রাম ও বড় মুসকুন্নি এলাকার ১১ গ্রাম দুইভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

LEAVE A REPLY