পাঠান’ জ্বরে কাবু বলিউড, কাবু গোটা বিশ্ব। মুক্তির পর শুধু ভারতেই নয়, গোটা বিশ্বে আলোড়ন তৈরি করেছে ‘পাঠান’। বলিউড বাদশাহর প্রত্যাবর্তন চলচ্চিত্রে কোণঠাসা হয়ে থাকা বক্স অফিসও স্বরূপে প্রত্যাবর্তন করল। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপি অতিক্রম করেছে ‘পাঠান’। সেই সঙ্গে ভারতে দ্রুততম ২৫০ কোটি আয় করে গড়েছে নতুন রেকর্ড।
বলিউড বাদশাহ শাহরুখ খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপি আয় করেছে। এর আগে বাণিজ্য বিশ্লেষকরা ধারণা প্রকাশ করেছিলেন, প্রথম সপ্তাহ শেষে ৩০০ কোটি রুপি আয় করবে ‘পাঠান’। সেই অঙ্ক অতিক্রম করে মাত্র তিন দিনেই গ্লোবাল বক্স অফিসে ৩১৩ কোটি আয় তুলে নিয়েছিল ‘পাঠান’। চতুর্থ দিনে (রবিবার) ৪০০ কোটির মাইলফলক স্পর্শ করে সিনেমাটি।
ভারতের সিনেমা বিশ্লেষক তরণ আদর্শ রবিবার (২৯ জানুয়ারি) টুইটারে ‘পাঠান’-এর একটি পোস্টার শেয়ার করে সিনেমাটির আয়ের সর্বশেষ তথ্য শেয়ার করেছেন। মাত্র চার দিনে বিশ্বব্যাপী ৪২৯ কোটি আয় তুলে নিয়েছে ‘পাঠান’। যার মধ্যে ভারতে ২৬৫ কোটি ও বিদেশে ১৬৪ কোটি আয় ‘পাঠান’-এর। এ ছাড়াও তরণ টুইট বার্তায় প্রকাশ করেছেন, ‘পাঠান’ ভারতে ২৫০ কোটি আয়ের ক্ষেত্রে নতুন মাইলফলক স্পর্শ করেছে। সিনেমাটি ‘কেজিএফ ২’, ‘বাহুবলি ২’ এবং ‘দঙ্গল’কেও ছাড়িয়ে গেছে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ও শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’ মুক্তির প্রথম দিনেই ৫৭ কোটি রুপি আয় করে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে রেকর্ড করে বসে। এর পরের বক্স অফিস যাত্রা শুধুই ঊর্ধ্বমুখী। সিনেমাটির অভূতপূর্ব বক্স অফিস সাফল্যে বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করছেন, প্রথম সপ্তাহান্তে বিশ্বব্যাপী প্রায় ৫০০ কোটি রুপি আয় তুলে নেবে ‘পাঠান’।
সূত্র : হিন্দুস্তান টাইমস