পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত লুহানস্কের ওব্লাস্ট অঞ্চলের নোভোআইদার শহরের একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। এ ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৯ জানুয়ারি) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। খবর আলজাজিরার।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের সেনারা যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হিমার্স রকেটের সাহায্যে এ হামলা চালিয়েছে। হামলায় হাসপাতালটির নার্স-চিকিৎসক এবং রোগিসহ আহত হয়েছেন আরও ২৪ জন।
বিবৃতিতে বলা হয়েছে, একটি বহুল পরিচিত ও গুরুত্বপূর্ণ বেসামরিক চিকিৎসাকেন্দ্রে এমন ইচ্ছাকৃত ক্ষেপণাস্ত্র হামলা নিঃসন্দেহে কিয়েভ সরকারের একটি গুরুতর যুদ্ধাপরাধ।
রাশিয়ার এমন দাবির প্রতিক্রিয়ায় ইউক্রেন এখনো কোনো মন্তব্য করেনি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা এ অপরাধের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত তাদের সবাইকে খুঁজে বের করে জবাবদিহির আওতায় আনা হবে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেনের এ হামলায় সামরিক-বেসামরিক চিকিৎসাকর্মীসহ হাসপাতালটিতে কর্মরত অনেকেই যারা হাসপাতালটিতে স্থানীয় লোকজন এবং সেনাদের চিকিৎসা করে আসছিল দীর্ঘ সময় ধরে তাদের অনেকেই হতাহত হয়েছেন।এমকে