ছবি: সংগৃহীত
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, বিপিএলে খেলতে না পারায় আমার ভক্তরা মন খারাপ করে আছে। সামনে ঢাকা প্রিমিয়ার লিগে যেন ভালো খেলতে পারি দোয়া করবেন সবাই। হয়তো আর এক বছর ক্রিকেট খেলব।
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ইজি ফ্যাশন লিমিটেডের শাখা উদ্বোধন করার সময় তিনি একথা বলেন। সোমবার (৩০ জানুয়ারি) বিকালে ইজি ফ্যাশন লিমিটেডের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল ও হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন। অনুষ্ঠানে ইজি ফ্যাশন লিমিটেডের হাজীগঞ্জ শাখার পরিচালক তৌহিদ চৌধুরীর পরিচালনায় ইজি ফ্যাশনের চেয়ারম্যান আসাদ চৌধুরীসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এসএম