ছবি: সংগৃহীত
কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম্যান্সের কারণে টুর্নামেন্টের উদীয়মান ফুটবলারের পুরস্কারটি নিজের বগলদাবা করেছিলেন চ্যাম্পিয়ন আর্জেন্টিনার তরুণ খেলোয়াড় এনজো ফার্নান্দেজ। তখনই ধারণা করা হচ্ছিল ট্রান্সফার মার্কেটে হৈ চৈ ফেলবেন তিনি। হয়েছেও তাই। আর এই ফাকে ফার্নান্দেজের প্রতিভায় ভর করে বেনফিকা তাদের আর্থিক ভাগ্যকে আরও ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। গত বছরের মে মাসে রিভার প্লেট থেকে ১৭৩ কোটি টাকায় আর্জেন্টিনার তরুণ প্রতিভাবান ফুটবলারকে দলে ভেড়ায় বেনফিকা।
‘কম দামের’ সেই ফার্নান্দেজকে পেতে এখন লড়াই করছে ইংল্যান্ডের পরাশক্তি কয়েকটি দল। সুযোগ বুঝে পর্তুগালের ক্লাব বেনফিকাও তাঁর দাম বাড়াচ্ছে ইচ্ছেমতো। কাতার বিশ্বকাপে ফার্নান্দেজ সেরা তরুণ খেলোয়াড় হওয়ার পরই যেন সবকিছু বদলে যেতে শুরু করে।
ফার্নান্দেজের রিলিজ ক্লজ ১ হাজার ৩৮৫ কোটি টাকা আগেই ধার্য করেছিল বেনফিকা। সেই সময়, মানে জানুয়ারির শুরুর দিকে চেলসি ফার্নান্দেজকে পেতে মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছিল পর্তুগালের ক্লাবটিকে। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেয় বেনফিকা। এরপরও তাঁকে ঘিরে বড় বড় ক্লাবের আগ্রহ দেখে ফার্নান্দেজের দামটা আরও বাড়িয়ে ১ হাজার ৭৩১ কোটি টাকা করে ফেলে তারা।
অত দামে ফার্নান্দেজকে কেউ কিনবে কি না কে জানে, কিন্তু চেলসি এরই মধ্যে বেনফিকাকে ১ হাজার ৩৮৫ কোটি টাকার প্রস্তাব দিয়েছে বলে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ খবর দিয়েছে। দলবদলের বাজারের বিশ্বস্ত সূত্র ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, এই প্রস্তাব নিয়ে চেলসির সঙ্গে আলোচনা চলছে বেনফিকার। সেই আলোচনা মানে যে দর-কষাকষি, তা না বললেও চলে।
শেষ পর্যন্ত চেলসি যদি ১ হাজার ৩৮৫ কোটি টাকাতেই ফার্নান্দেজকে পায়, তাহলেও ইংল্যান্ডের দলবদলে ট্রান্সফার ফির রেকর্ডটি লেখা হবে নতুন করে। ইংল্যান্ডের ফুটবলে ট্রান্সফার ফির বর্তমান রেকর্ডটি এখন জ্যাক গ্রিলিশের। ২০২১ সালে ইংলিশ এই ফরোয়ার্ডকে অ্যাস্টন ভিলা থেকে দলে ভেড়াতে ১ হাজার ৩০৪ কোটি টাকা করেছিল ম্যানচেস্টার সিটি।
আজ রাতেই শেষ হচ্ছে শীতকালীন দলবদলের সময়সীমা। কে জানে, দলবদলের শেষ দিনে চেলসি ফার্নান্দেজকে পাবে কি না!এসএম