ছবি: সংগৃহীত
বাংলাদেশে শহরগুলোতে দৈনিক প্রায় ৩০ হাজার টন কঠিন বর্জ্য উৎপন্ন হয়, যা আগামী ২০২৫ সাল নাগাদ দৈনিক প্রায় ৪৭ হাজার টনে উন্নীত হবে। এসব কঠিন বর্জ্যরে প্রায় ১০ শতাংশ অর্থাৎ দৈনিক প্রায় ৩ হাজার টন বা বাৎসরিক প্রায় ৮ লাখ টন প্লাস্টিকজাত বর্জ্য উৎপন্ন হয়, যার মধ্যে মিনিপ্যাক বর্জ্যও অন্তর্ভুক্ত। তবে সুনিদিষ্টভাবে মিনিপ্যাক বর্জ্যের পরিমাপের উপর গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ কোন গবেষণা এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে সংসদ সদস্য এম. আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।কেএইচ