আর্জেন্টিনার মূল্যস্ফীতি চরমে

২ হাজার পেসোর নোট চালু

আর্জেন্টিনায় ক্রমবর্ধমান মূল্যস্ফীতি চরমে উঠেছে। এর লাগাম টানতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক দুই হাজার পেসোর নোট চালুর সিদ্ধান্ত নিয়েছে।

গত ডিসেম্বর পর্যন্ত ১২ মাসে দেশটিতে নিত্যপণ্যের মূল্য প্রায় ৯৫ শতাংশ বেড়েছে। মূল্যস্ফীতি বৃদ্ধির এই গতি ১৯৯১ সালের পর থেকে এবারই সর্বোচ্চ। খবর বিবিসির।

নতুন চালু হতে যাওয়া দুই হাজার পেসোর মূল্যমান ১১ মার্কিন ডলারের সমান হবে বলে জানিয়েছে আর্জেন্টিনা কর্তৃপক্ষ। কবে থেকে দুই হাজারি নোট চালু হবে তা জানানো হয়নি।

তবে বর্তমানে চালু থাকা এক হাজার পেসোর নোট বিকল্প মার্কেটে মাত্র ২ দশমিক ৭০ ডলারে বিক্রি হয়।

১৯৯২ সালে আর্জেন্টিনা যখন বর্তমান মুদ্রাগুলো চালু করে সে সময় এক পেসো সমান এক মার্কিন ডলার ছিল। ২০০১ ও ২০০২ সালে দেশটিতে অর্থনৈতিক সংকট শুরুর পর মুদ্রার বাজার পড়ে যেতে শুরু করে।এমকে 

LEAVE A REPLY