৮০ বছর পর আমরা আবার জার্মান ট্যাংকের মুখোমুখি

MOSCOW, RUSSIA - DECEMBER 22 (RUSSIA OUT) Russian President Vladimir Putin gestures during his briefing after the State Council meeting at the Grand Kremlin Palace, December,22,2022 in Moscow, Russia. Putin called ministers and governors for the annual meeting of the State Councul on Youth Policy. (Photo by Contributor/Getty Images)

ছবি: সংগৃহীত

৮০ বছর পর রাশিয়া আবারও জার্মানির ট্যাংকের মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার স্তালিনগ্রাদ যুদ্ধ শেষের ৮০তম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২ফেব্রুয়ারি) দেওয়া ভাষণে এমন কথা বলেন তিনি।

এখন থেকে ৮০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের স্তালিনগ্রাদ শহরে জার্মান নাৎসি সেনাদের বিরুদ্ধে লড়েছিলেন সোভিয়েত সেনারা। এটি স্তালিনগ্রাদ যুদ্ধ নামে পরিচিত। খবর বিবিসির।

স্তালিনগ্রাদের বর্তমান নাম ভলগোগ্রাদ, অবস্থান রাশিয়ায়। সেখানে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন পুতিন। তিনি বলেন, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। এটা অবিশ্বাস্য হলেও সত্য। জার্মানির লেপার্ড ট্যাংকের মাধ্যমে আবারও রাশিয়াকে হুমকি দেওয়া হচ্ছে।

এদিকে ভাষণের একপর্যায়ে আবারও পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘যারা যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে হারানোর আশা করছে, তারা হয়তো জানে না, রাশিয়ার সঙ্গে আধুনিক যুগের যুদ্ধ তাদের জন্য অনেক ভিন্ন হবে। আমরা আমাদের ট্যাংকগুলো তাদের সীমান্তে পাঠাচ্ছি না। তবে জবাব দেওয়ার জন্য আমাদের হাতে আরও উপায় আছে। আমরা শুধু সাঁজোয়া যুদ্ধাস্ত্রগুলো ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ থাকব না। এটা সবার বোঝা উচিত।’এসএম 

LEAVE A REPLY