রোনালদোর সতীর্থ বললেন, মেসিই সেরা

সার্জিও রামোস ও লিওনেল মেসি। ছবি: ডেইলি মেইল

ক্রিশ্চিয়ানো রোনালদো না লিওনেল মেসি- কে সেরা? মেসিই সেরা। না, প্রতিবেদকের এমনটি মনে করার উপায় নেই। সম্প্রতি রোনালদোরই এক সতীর্থ বিশ্বের অন্যতম সেরা স্প্যানিশ ডিফেন্ডার রামোস এমনই মন্তব্য করেছেন।

সতীর্থ সার্জিও রামোসের সঙ্গে আনন্দঘন মুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: ডেইলি মেইল

পিএসজি টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এই ডিফেন্ডার বলেন, ‘মেসি অন্য জাতের ফুটবলার। কারো সঙ্গে তার তুলনা চলে না। বেশ কয়েক বছর মেসির বিপক্ষে খেলা আমার জন্য ভোগান্তির ছিল। এখন আমি তাকে উপভোগ করছি। সেই ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়।’ খবর ডেইলি মেইলের।ডি- এইচএ 

LEAVE A REPLY