বাংলাদেশে এশিয়া কাপ আয়োজন না করার কারণ জানালেন পাপন

ছবি: সংগৃহীত

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির তালিকা অনুসারে এবারের এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। তবে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যেতে চাচ্ছে না ভারত। পাল্টা জবাবে ভারতে বিশ্বকাপ খেলতে আসতে চাচ্ছে না পাকিস্তান। সম্প্রতি বাহরাইনে অনুষ্ঠিত এসিসির সভায় টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে এখনো কোন সমাধান মেলেনি।

শেষ পর্যন্ত পাকিস্তানে যদি এশিয়া কাপ না হয়, তাহলে বিকল্প আয়োজক দেশ হিসেবে থাকতে পারত বাংলাদেশের নাম। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, ‘সেসময় আবহাওয়া অনুকূলে না থাকায় এশিয়া কাপ আয়োজনে আগ্রহ দেখায়নি বাংলাদেশ।’

সেই সভা থেকে ফিরে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি জানিয়েছেন, ‘আগামী মার্চে এশিয়ার কাপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। যেহেতু আনুষ্ঠানিক আয়োজক পাকিস্তান, এটা তারাই ঠিক করবে।’

সভায় আলোচনার বিষয়ে তিনি বলেন,‘আমাদের সভায় আলাপ হয়েছে আগামী মার্চে আইসিসির একটি সভা আছে, সেই সভার সঙ্গে এসিসিরও একটি সভা রেখেছি আমরা। আশা করি ওখানে ঠিক করতে পারব যে টুর্নামেন্ট কোথায় হবে।’

পাকিস্তানে না হলে সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন করা হতে পারে বলে সেসব দেশের সংবাদমাধ্যমে গুঞ্জন তোলে। তবে সেই বিবেচনায় বাংলাদেশ নেই নিশ্চিত করে পাপন বলেন, ‘যদি পাকিস্তানের বাইরে হয়, তাহলে বাংলাদেশ একটা অপশন হতে পারত। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন, ওই সময় যে পরিমাণ বৃষ্টি হয়…টি-টোয়েন্টি হলেও একটা সুযোগ নেওয়া যায়, কিন্তু ওয়ানডে আমাদের পক্ষে কোনোভাবেই করা সম্ভব নয়। যেহেতু আমরা জানি ওই সময়টায় খেলা আমরা ভালোভাবে শেষ করতে পারব না, সেজন্য আমরা কোনো অ্যাপ্রোচও করিনি।’

রাজনৈতিক সমস্যার কারণে পাকিস্তানে টুর্নামেন্ট খেলতে রাজি নয় ভারত। তবে পাকিস্তান নিজেদের মাটিতে এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য এখনো লড়ে যাচ্ছে। স্পন্সর বা অন্যান্য বিষয় চিন্তা করে ভারত ছাড়া টুর্নামেন্ট আয়োজন করাও অসম্ভব।এসএম শেয়ার করুন

LEAVE A REPLY