বলিউডের ‘ড্রামা কুইন’ খ্যাত রাখি সাওয়ান্ত এবং স্বামী আদিল দুরানির দাম্পত্য কলহ কিছুদিন থেকেই তুঙ্গে। আদিলের বিরুদ্ধে কয়েক দিন আগে পরকীয়ার অভিযোগ তুলেছিলেন স্ত্রী রাখি। একই সঙ্গে আদিলের বিরুদ্ধে টাকা ও গয়না লুটের অভিযোগ করা হয়। শুধু তাই নয়, এ অভিযোগ গড়ায় থানা পর্যন্ত।
ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাখির স্বামী আদিল খান দুরানিকে হেফাজতে নেয় ওশিওয়াড়া থানা পুলিশ। পুলিশ জানায়, তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। রাখির অভিযোগগুলোর বিষয়ে জেরা করার পর তাকে গ্রেফতার দেখানো হয়। এর আগে সোমবার ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় এফআইআর রুজু হয়। খবর আনন্দবাজারের।
এদিকে রাখি ওশিওয়াড়া থানার বাইরে আদিল সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। অভিনেত্রীর ভাই রাকেশ সাওয়ান্তও ছিলেন সঙ্গে। ড্রামা কুইন জানাচ্ছিলেন, পুলিশে অভিযোগের বিষয়ে কিভাবে আদিল সারাদিন ফোন করে রাখিকে বিরক্ত করে। সেই সময়ই কথা বলতে বলতে হঠাৎ জ্ঞান হারান রাখি। এরপরই তাকে ধরে গাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয় এবং পানি খাওয়ান।
এর আগে মঙ্গলবার রাখির বাড়িতে হাজির হয়েছিলেন আদিল। তখনই ওশিওয়াড়া থানার পুলিশ তাকে প্রথমে আটক করে। পরে গ্রেফতার করে।