শচীন কন্যার যে পোস্ট ভাইরাল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি অনুসরণ করা দলগুলোর মধ্যে একটি। শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার ভুল করে আরসিবি দলের নাম লিখে পোস্ট দেন। আর এ কারণেই পোস্টটি ভাইরাল হয়ে যায়।

সারা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নাম লেখায় হাসাহাসির রোল পড়ে যায়। পরে সারা লিখেছেন- ‘আমি ভুল করে আরবিসির পরিবর্তে আরসিবি লিখেছি।’

অবাক হওয়ার কারণ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে আরসিবিকে অনুসরণ করেন না সারা। তার বাবা শচীন আইপিএল শুধুমাত্র মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। গত দুই বছর তার ভাই অর্জুন টেন্ডুলকারও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। সারাকে ওই দলের হয়ে উল্লাস করতে দেখা গেছে।

আইপিএলের ইতিহাসে আরসিবি তিনবার প্রতিযোগিতার ফাইনালে ওঠে। দুইবারই পরাজিত হয়েছে।

২০১১ সালে ফাইনালে এমআইয়ের মুখোমুখি হয়েছিল আরসিবি। যেখানে হরভজন সিংয়ের নেতৃত্বাধীন দল এমআই ডেনিয়েল ভেট্টোরির আরসিবিকে পরাজিত করে।

মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর উইমেনস প্রিমিয়ার লিগের খেলা এ বছরের মার্চ মাসে অনুষ্ঠিত হবে। নিলামটি ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY